অবিশ্বাস্য মনোবল, আঙুলে চিড়! খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে নামলেন ঋষভ পন্থ
স্পোর্টস ডেস্ক:
একেবারে অবিশ্বাস্য! এ যেন তিনি ভাঙবেন তবু মোচকাবেন না। ডান পায়ের আঙুলে চিড় ধরেছে বলেই সূত্রের খবর। এরপরও খোঁড়াতে খোঁড়াতে দলের প্রয়োজনে, দেশের স্বার্থে ব্যাট হাতে নেমে পড়লেন ঋষভ পন্থ। না, বিশ্রাম নেননি। রানারও নেননি। ভারতীয় ক্রিকেটের যোদ্ধা বুক চিতিয়ে লড়াই শুরু করলেন মরণবাঁচন ম্যাচে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে অনিল কুম্বলে চোয়াল ভেঙে যাওয়া সত্ত্বেও ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমে বোলিং করেছিলেন। সে উদাহরণ আজও দৃষ্টান্ত।

এ বার পন্থ যেভাবে ভাঙা পায়ে জুতো পরে ব্যাট করলেন, তা অবিশ্বাস্য। শার্দূল ঠাকুর ৪১ রানে সাজঘরে ফেরার পর যখন ব্যাট করতে নামলেন পন্থ, ম্যাঞ্চেস্টারে দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। তবে বিসিসিআই জানিয়েছে, পন্থ উইকেটকিপিং করবেন না। তার পরিবর্তে উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল।
এর আগে পন্থকে নিয়ে আশার আলো দেখাতে পারেনি কোনও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ও জাতীয় স্তরের সংবাদমাধ্যমই। প্রত্যেকেরই সূত্রের খবর একটাই, এই টেস্ট তো অবশ্যই, গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন ঋষভ পন্থ। যদিও সরকারিভাবে কোনও ঘোষণাই করা হয়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রের খবর, পায়ের আঙুলে চিড় ধরেছে ঋষভ পন্থের, তাতে অন্তত চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ভারতীয় ব্যাটার ও উইকেটকিপার ঋষভ পন্থকে। ফলে, ম্যাঞ্চেস্টার টেস্টে একজন ব্যাটার কমে গিয়েছিল টিম ইন্ডিয়ার। ধ্রুব জুরেল উইকেটকিপিং করতে পারবেন। কিন্তু নিয়ম অনুযায়ী তিনি ব্যাটিং করতে পারবেন না। তবে টিম ম্যানেজমেন্টের তরফে মেডিক্যাল টিমকে অনুরোধ করা হয়েছিল, যদি ব্যাট করার মতো একান্তই পরিস্থিতি আসে, তাহলে পন্থকে পেইন কিলার খাইয়ে যেন নামানো হয়। হয়তো তাই ঘটল শেষ পর্যন্ত।
এরমধ্যেই জল্পনা ছড়িয়েছেস কে খেলবেন তাহলে পঞ্চম টেস্ট? এই জল্পনা শুরু হতেই অবশ্য ভেসে উঠেছে ঈশান কিষানের নাম। ওভালে ৩১ জুলাই থেকে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। ফলে, দ্রুত পরিবর্ত খেলোয়াড়কে যোগ দিতে বলা হবে এমনটাই খবর ছিল। পন্থের চোট কতটা গুরুতর তা জানতে প্রথম দিনের ম্যাচের পরই স্ক্যান করা হয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতিতে এটুকুই বলা হয়েছিল। জানানো হয়, ‘ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে ব্যাট করার সময় পন্থ ডান পায়ে আঘাত পান। তাকে স্টেডিয়াম থেকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে।’ প্রথম দিন ভারতের ইনিংসের ৬৮তম ওভারে, যখন পন্থ ৩৭ রানে ব্যাট করছিলেন, তখন তিনি ইংল্যান্ডের বোলার ক্রিস ওকসের বিরুদ্ধে রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি তার জুতোর কাছে লেগে যায়। বলটা তার ব্যাটের ভেতরের প্রান্তে লেগে তার পায়ের আঙুলে লেগে যায়।
এরপর, পন্থ মাটিতে শুয়ে পড়েন ও ব্যথায় কাতরাতে থাকেন। তার পা ফুলে যায় ও রক্ত পড়তেও দেখা যায়। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকায়, তিনি হাঁটতেও পারছিলেন না। এরপর ফিজিওর সাহায্যে তাঁকে মেডিক্যাল টিমের গাড়িতে করে মাঠ থেকে বের করে আনা হয়।