‘পয়া’ ইংল্যান্ডেই জোড়া সেঞ্চুরির নজির পন্থের, বিরল কীর্তিতে তিনিই প্রথম ভারতীয়

0




৯৫ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছোতে খেললেন ২২ বল।  এরপর ডিগবাজি দিয়ে সেলিব্রেশনও নয়। গ্যালারির উদ্দেশ্যে কিছু শোনার চেষ্টার ভঙ্গিতে অদ্ভুত উদযাপন। হয়তো স্টুপিড থেকে সুপার্ব হওয়াটুকুই শুনতে চেয়েছেন। গ্যালারিতে দাঁড়িতে সুনীল গাভাসকর মুখে হাসি নিয়ে অবশ্য ইঙ্গিতে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ডিগবাজি দরকার। ঋষভ পন্থও হাসলেন। কিন্তু ডিগবাজি দিলেন না।সেই মুহূর্তে যে ইংল্যান্ডের মাটিতে বিরল কীর্তির অধিকারী হয়েছেন তিনি। যে নজির নেই আর কোনও কিপার-ব্যাটারের। দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটার তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। কিন্তু ইংল্যান্ডের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার তিনিই। সবচেয়ে বেশি তিনবার এই কীর্তি গড়েছেন সুনীল গাভাসকর। ২ বার রাহুল দ্রাবিড়। পন্থসহ একবার করে এই স্বাদ পেয়েছেন বিজয় হাজারে, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে পন্থের টেস্ট সেঞ্চুরি হল পাঁচটি। টেস্ট ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে এত সেঞ্চুরি করতে পারেননি আর কোনো কিপার-ব্যাটার।প্রথম ইনিংসে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে (৬) ছাড়িয়ে যান পন্থ। সেই রেকর্ড তিনি আরও সমৃদ্ধ করলেন এবার অষ্টম সেঞ্চুরি করে। কিপার হিসেবে পন্থের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল অ্যান্ডি ফ্লাওয়ার (১২) ও অ্যাডাম গিলক্রিস্টের (১৭)। তবে উইকেটকিপার–ব্যাটার হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবোয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তাঁর পাশে বসলেন পন্থ। শেষপর্যন্ত ১৪০ বলে ১১৮ রানে আউট হন ঋষভ পন্থ। ইনিংসে মারেন ১৫টি চার ও তিনটি ছক্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *