জাদেজাই ভরসা টিম ইন্ডিয়ার, ম্যাঞ্চেস্টারে পন্থের চোট ভয় ধরাল প্রথম দিনই

প্রথম দিনের শেষে ভারত ৪ উইকেটে ২৬৪ রান। ওল্ড ট্র্যাফোর্ডে স্বস্তিতে নেই কোনও দলই। তবে আশঙ্কা বেড়েছে ভারতীয় শিবিরে। মরণবাঁচন লড়াইয়ে পন্থের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার। লর্ডস টেস্টে হাতে চোট পেয়েছিলেন, ম্যাঞ্চেস্টারে ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন। তীব্র যন্ত্রণায় হাঁটতে পর্যন্ত পারেননি। গাড়িতে করে ফিরেছেন। এরপর অ্যাম্বুলেন্সে করে টেস্ট করতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই টেস্টে তাঁর খেলা হবে কি না, আপাতত অনিশ্চিত। দিনের শেষে রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দুজনই ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। ভারতের ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওসকের চতুর্থ বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন পন্থ। বল লাগে তাঁর পায়ে। ওই সময়ই পড়ে যান।

প্রাথমিক চিকিৎসাতেও তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বাধ্য হয়ে গাড়িতে চড়ে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। এ সময় পন্থের রান ছিল ৪৮ বলে ৩৭। এর আগে ভারতের রান দুই শ পার করতে ভূমিকা রাখেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও সাই সুদর্শন। টস হেরে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল মিলে ৯৪ রানের জুটি গড়েন। ৯৮ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন কেএল রাহুল। এরপর সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়াল মিলে গড়েন কেবল ২৬ রানের জুটি। ১০৭ বল খেলে ৫৮ রানে আউট হন জয়সওয়াল। জুটি গড়ার চেষ্টা করেন সাই সুদর্শন ও শুভমন গিল। কিন্তু গিল ২৩ বলে ১২ রান করে আউট হয়ে যান। চতুর্থ উইকেটে ঋষভ পন্থ ও সাই সুদর্শন মিলে ৭২ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু ২১২ রানের মাথায় আহত হয়ে মাঠ ছেড়ে যান পন্থ। ৬১ রান করে ফেরেন সাই সুদর্শন।বাকিটা সামলান শার্দুল ও জাদেজা। ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে তিন বদল করেছে ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে ঢুকেছেন সাই সুদর্শন। চোটের জন্য এই ম্যাচে নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপের বদলে সুযোগ পেয়েছেন শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজ। ২৪ বছরের অংশুলের অভিষেক ম্যাঞ্চেস্টারে। কিন্তু সব ছেড়ে পন্থের জন্যই মাথাব্যথা শুভমনের।