শ্রাবণীর অকালমৃত্যু মানতে পারছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত! বান্ধবীর জন্য লিখলেন খোলা চিঠি

0

শ্রাবণী বণিক। হার মেনেছেন মারণ রোগের কাছে। তিনি নেই, তাঁর স্মৃতি রয়ে গেছে। বান্ধবীর অকালে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কত স্মৃতি মনে আসছে তাঁর। থাকতে না পেরে বান্ধবীর জন্য খোলা চিঠিও লিখেছেন তিনি। স্বাভাবিকভাবেই স্মৃতিচারণায় আবেগে ভেসেছেন।

খোলা চিঠিতে ঋতুপর্ণা লিখেছেন, ‘শ্রাবণী তুমি ছিলে উজ্জ্বল অথচ শান্ত… তোমার সৃষ্টিতে জাজ্বল্যমান কিন্তু মিতভাষী.. তোমার সুন্দর মন, তোমার কর্তব্য পরায়ণতা… সবসময় আমাকে মুগ্ধ করেছে… তোমার সাথে আমার দীর্ঘ সম্পর্ক সেই ‘আলো’ ছবি থেকে… তরুণ মজুমদারের স্নেহধন্যা আমি… তাঁরও বিশেষ যত্ন এবং কর্মক্ষেত্রে ওনাকে সহায়তারও ত্রুটি রাখোনি কখনও… তুমি ফোন করে যেদিন তোমার অসুখের কথা জানিয়েছিলে… সেদিন ভেতরে কোথাও খুব কষ্ট অনুভব করেছিলাম… অথচ তোমার দৃঢ়তা আর স্পিরিট আমাকে অবাক করেছিল… আমি আবেগপ্রবণ হয়ে পরেছিলাম।কিন্তু তুমি অনড় ছিলে… যেন মৃত্যু কে তুমি জয় করেছো… তুমি সেই শ্রাবনী… বহুবার আমাদের ফোনে কথা হয়েছে… বিদেশী ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম তোমার এখানকার ডাক্তারের সাথেও যোগাযোগে ছিলাম… তুমি আমার ওপর ভরসা করে তোমার সব মেডিকেল রিপোর্টস পাঠিয়েছিলে… গত কয়েকদিন তোমাকে একদম ফোনে পাচ্ছিলাম না…আমিও বাইরে ট্রাভেল করছিলাম…কিন্তু মনে একটা চিন্তা দানা বাঁধছিলো…ভেবেছিলাম ফিরে এসেই দেখতে যাবো…কিন্তু এত তাড়াতাড়ি তো তোমার যাওয়ার ছিল না কেন গো চলে গেলে…এত ভালো এক মানুষ, অভিনেত্রী, মা…সব তোমার কাছে এত টাই কম হলো? তুমি সবাই কে শান্ত মনে বিদায় দিলে…তোমার এত ব্যাথা নীরবেই চুপ হয়ে গেল…তোমার সন্তানেরা আদৰ্শ মা পেয়েছে…তারাও অপূর্ব মানুষ হয়েছে…গতকাল তোমার ছেলের সাথে কথা বলতে বলতে অচিরেই চোখের জল পড়ছিলো…নিশ্চই তুমি আপনজন ছিলে…সবসময়ে দেখা হওয়ার প্রয়োজন হয় না…প্রিয়ভাজন হয়ে মনের…হৃদয়ের…তোমাকে ভুলবো না শ্রাবনী…তোমার কথা গুলো কানে বাজে…ঋতুপর্ণা আপনি এত ভালো…আমার সঙ্গে যোগাযোগ রাখেন…কেন রাখব না শ্রাবনী…এখনো রাখবো…মেঘের আড়ালে চলে গেলেও জানবে চিঠি লিখবে তোমাকে তোমার প্রিয় বান্ধবী…ভালো থেকো …যন্ত্রণা মুক্ত…আকাশে মুক্তির স্বাদ নিও…অনেক ভালোবাসা পাঠালাম….।

উল্লেখ্য, তরুণ মজুমদার পরিচালিত ‘আলো’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবণী।সেই ছবির নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারের আক্রান্ত ছিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। গত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। যার জেরে শ্রাবণীকে হাসপাতালে ভর্তি হতে হয়।সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী বণিক। শোকের ছায়া নেমে আসে টলিউডে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *