বাগানে রবসন… বাংলাটা শিখেছেন, ডার্বিও দেখেছেন, শুনেছেন ব্যারেটোর কথা
স্পোর্টস ডেস্ক: ওপার বাংলা মাতিয়েছিলেন। এবার এপার বাংলায় সবুজ মেরুন ভালবাসায় ভাসলেন ব্রাজিলিয়ান তারকা রবিনহো রবসন। সোমবার শহরে এসে, মঙ্গলবার দলের সঙ্গে এসিএল টু-এর প্রস্তুতি শুরু করলেন ব্রাজিলিয়ান মিডিও। সবুজ মেরুনে ব্রাজিলিয়ান মানেই সবার আগে উঠে আসে ব্যারেটোর কথা। বাগানের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন সবুজ তোতা। পরিচয় না থাকলেও, সেই হোসে ব্যারেটোর কথাও তিনি শুনেছেন। জানেন, সমর্থকরা কতটা ভালবাসা দিয়েছেন। ৫ ফুট ১১ ইঞ্চির ৩০ বছর বয়সী উইঙ্গার খেলেছেন সাও পাওলো লিগে খেলেছেন আগুয়া সান্টার হয়ে।
আর কয়েক মাসে আগেই তিনি সান্তোসে খেলা নেইমারের বিরুদ্ধে মাঠেও নেমেছিলেন। ব্রাজিলের এই প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে খেলার ঘোর যেন এখনও কাটেনি রবসনের। নিজেই বলেছেন, ‘ভাবতেই পারিনি নেইমারের সঙ্গে খেলার সুযোগ পাব। নেইমার দুরন্ত’। বাংলাদেশে অস্কার ব্রুজোর অধীনে খেলেছেন। রবসনকে লাল হলুদ জার্সিই পরাতে চেয়েছিলেন এবার ব্রুজো। কিন্তু তা হয়নি। সবুজ মেরুনে যোগ দেওয়া প্রসঙ্গে অকপটে বলেছেন, ‘আমি মোহনবাগানকে বেছে নিইনি।আমার লক্ষ্য থাকবে, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ মোহনবাগান আমাকে বেছে নিয়েছে।’ নিজের ফিটনেস নিয়ে বলেন, ‘মাত্র ১৪-১৫ দিন ট্রেনিং করেছি। আশা করছি দলকে সাহায্য করতে পারব। যথেষ্ট ফিট আছি। আইএসএল, এএফসি, সুপার কাপ খেলার জন্য মুখিয়ে আছি। কোন পজিশনে খেলব, সেটা ঠিক করবেন কোচ।’
কলকাতায় খেলতে আসছেন, ডার্বি সম্পর্কে ওয়াকিবহাল হননি, তা হতে পারে না। ডার্বি দেখেই এসেছেন। কলকাতায় এসেই ডার্বি খেলতে উত্সাহী তিনি। নিজেই বলেছেন, ‘ডুরান্ডের ম্যাচ দেখেছি, ডার্বিও দেখেছি। অবশ্যই কলকাতা ডার্বি খেলতে চাই।’ বাংলাদেশে দীর্ঘদিন খেলেছেন রবসন। থেকেছেনও। ফলে, বাংলা ভাষাটাও যেন অনেকটাই রপ্ত করে কলকাতায় খেলতে চলে এসেছেন।তিনি বললেন, ‘চল চল, আস্তে আস্তে, ভালো আছেন?’ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ -২ প্রথম পরীক্ষা হতে চলেছে সবুজ মেরুন জার্সিতে রবসনের।সেখানেই সবুজ মেরুন জনতার মন জয় করে নিতে চান রবসন।