২০২৬ বিশ্বকাপ, রোনাল্ডো খেলতে চান, মেসি কিন্তু দলের বোঝা হতে চান না

0

ফুটবলের ইতিহাসে যতবারই লিওনেল মেসির নাম লেখা হয়েছে, প্রতিবারই যেন নতুন কোনো অধ্যায় যোগ হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ, মেসির ছিল স্বপ্নপূরণের বিশ্বকাপ। এ বার ২০২৬! স্বপ্ন ধরে রাখার বিশ্বকাপ! মেসির খেলা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। মেসি খেলবেন সে নিশ্চয়তা দেননি। বরং এ বার আরও ধোঁয়াশাই বাড়ালেন। মেসি স্পষ্ট বললেন, ‘আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’ তাতেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি—এই প্রশ্নই উঠছে।


৩৮-এর মেসিএখনো ভেঙেচূড়ে দিচ্ছেন অনেক রেকর্ড।  কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল এবং বিশ্বকাপের সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন শেষ সময়ে তাঁর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মার্কিন মুলুকে আগামী বছর যখন তিনি বিশ্বকাপ খেলবেন, তখন তাঁর বয়স হবে ৩৯ বছর। খেলতে গিয়ে দলের যেন ক্ষতি না হয়, তা নিয়েই ভাবছেন মেসি।

মেসি বলেছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।’ এরপরই সাবধানী মেসি যোগ করেছেন, ‘কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন এ কথা। ইন্টার মায়ামি, আর্জেন্টিনার জার্সিতে সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে এ বছরে ৫০ ম্যাচ খেলেছেন মেসি। ৪৪ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২১ গোলে। যতই তিনি ছন্দে থাকুন না কেন, বিশ্বকাপে খেলা নিয়েই আপাতত বেশি ভাবনা তাঁর। ফলে, ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কিংবদন্তি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *