‘ক্ষমার যোগ্য নয়!’ বাংলাদেশে সত্যজিৎ রায়ের ভিটে ভাঙা নিয়ে বিস্ফোরক রূপালি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: যে ভিটের সঙ্গে নাড়ির টান সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের। যে বাড়ির সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িত রয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের সেই বাড়িই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই মন কেঁদেছে নেটিজেনদের একাংশের। একইসঙ্গে বেড়েছে বিতর্কের আগুনও। এমনকি এই খবরে দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বার ক্ষোভ উগরে দিলেন বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়।
এই ঘটনাকে অত্যন্ত নিন্দার চোখেই দেখছেন তিনি। রূপালি বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ক্ষমা করা যায় না।” সেই সঙ্গে ইউনূস সরকারকেও তীব্র আক্রমণ করে অভিনেত্রী বলেন, “এটাই নাকি মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব! বাংলাদেশে ভারতরত্ন সত্যজিৎ রায়ের বাড়িটা ভেঙে ফেলা হল।” তাঁর মতে, “এটা শুধু একটা ভিটে ভেঙে ফেলা নয়। এই ঘটনায় একটাই বার্তা দিল যে আসলে ওরা শিল্পকে ভয় পায়। তাই ঐতিহ্য মুছে ফেলতে চায়। তাঁরা হিংসার উস্কানি দেয়। এই কাজ তাঁদের আসল মুখোশটাই খুলে দিল।”
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা হতো নগরীর হরিকিশোর রায় রোডের প্রাচীন একটি বাড়ি। জীর্ণ ভবনটিতে ২০০৭ সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো যায়নি। পরিত্যক্ত ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে শিশু একাডেমি।