‘জানি না কত এমন গুপ্তচর গোপনে দেশের বিরুদ্ধে কাজ করছে’, পাকিস্তানি ‘চর’ জ্যোতিকে একহাত রুপালির

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারত-পাক সংঘর্ষ, পহেলগাঁও কাণ্ড, ‘অপারেশন সিঁদুর’- এই সবকিছুর সঙ্গেই সমাজমাধ্যম তোলপাড় করেছে আরও একটি নাম, তিনি সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্র। তার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠার পরেই নড়ে বসেছে দেশ। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন বাঙালি কন্যা রুপালি গঙ্গোপাধ্যায়।

সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। সর্বসমক্ষেই তিনি লিখেছেন, ‘এই ধরনের মানুষ বোঝেন না, পাকিস্তানের প্রতি ওঁদের ভালবাসা কখন ভারতের প্রতি ঘৃণায় বদলে যাবে। প্রথম দিকে তাঁরা ‘শান্তির আশা’র কথা বলবেন। আমি জানি না, দেশের বিরুদ্ধে এমন কত জন গোপনে কাজ করে চলেছেন। এদের একজনকেও ছেড়ে দেওয়া যাবে না।’

নেটদুনিয়ার বেশ পরিচিত মুখ জ্যোতি। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। মূলত ভ্রমণের ভিডিয়োই হল তার প্রধান কনটেন্ট। প্রতিদিন প্রায় ১ লক্ষেরও বেশি দর্শক দেখে থাকেন সেই ভিডিয়ো। সম্প্রতি তার বিরুদ্ধেই উঠেছে এই গুপ্তচরবৃত্তির অভিযোগ। জ্যোতির সাম্প্রতিক কিছু ভিডিয়ো ঘেঁটে দেখা গিয়েছে যে মর্মান্তিক পহেলগাঁও কাণ্ড ঘটার প্রায় ১ মাস আগে পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত তার এমন মনোবৃত্তির কথা?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *