ক্রিকেটকে রানের থেকেও অনেক কিছু তুমি দিয়েছো, আবেগপ্রবণ শচীন
স্পোর্টস ডেস্ক: একসময়ে তাঁর সঙ্গেই তুলনা করা হত। গোটা বিশ্বই মনে করত, শচীন তেন্ডুলকরের রেকর্ড যদি কেউ ছুঁতে পারেন, তবে বিরাট কোহলিই পারবেন। দশ হাজার রান এখনও হয়নি, ১০০ টা একশোও হয়নি। গোটা বিশ্বকে আচমকা জানিয়ে দিলেন কোহলি, লাল বলের ক্রিকেটে সাদা জার্সিতে আর খেলবেন না। বিরাটের অবসরে আবেগ চুঁইয়ে চুঁইয়েই পড়েছে কিংবদন্তি শচীন তেন্ডুলকরের। সমাজমাধ্যমে স্মৃতিকথা সহ কোহলির সম্পর্কে নানা কথা দীর্ঘ পোস্টে উল্লেখ করেন মাষ্টার ব্লাস্টার। শুধু পরিসংখ্যান দিয়েই যে বিরাটের এই কেরিয়ারকে বিচার করা যায় না, তা জানিয়েছেন শচীন।
যেখানে তিনি লিখেছেন, ‘তোমার টেস্ট ক্রিকেট কেরিয়ার অসাধারণ। ক্রিকেটে আভিজাত্য বজায় রেখেছিলে। তুমি ভারতীয় ক্রিকেটকে কেবল রানের চেয়ে অনেক বেশি কিছু দিয়েছো। আগামীতেও অনেক তরুণ প্রজন্ম তোমার খেলা দেখে উদ্বুদ্ধ হবে। ক্রিকেটকে ভালবাসবে। শুধু রান করোনি, তার বাইরেও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছ তুমি। যা পরবর্তী প্রজন্ম ও ভক্তদের মধ্যে সঞ্চারিত হবে। স্পেশাল টেস্ট ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।’ বিরাটের বিদায়বেলায় ফ্ল্যাশব্যাকে ফিরে যান শচীন। মনে করান ১২ বছর আগের কোহলিকে।

শচীন লেখেন, ‘টেস্টকে বিদায় জানানোর দিন, ১২ বছর আগে আমার বিদায়ী টেস্টের ঘটনা মনে পড়ছে। তুমি তোমার স্বর্গীয় বাবার একটা জিনিস দিতে চেয়েছিলে। বিষয়টা খুবই ব্যক্তিগত ছিল। কিন্তু তোমার সেদিনের ওই কাজটা আমার মন ছুঁয়ে গেছিল, আর আমি চিরকাল সেটা মনে রাখব। তোমাকে দেওয়ার মতো আমার কাছে পাল্টা কিছু নেই। জানবে তোমাকে আমি সম্মান করি। আগামীর জন্য শুভেচ্ছা রইল। অসংখ্য উঠতি ক্রিকেটারের তুমি অনুপ্রেরণা। তোমার টেস্ট কেরিয়ার অনবদ্য। ভারতীয় ক্রিকেটকে রানের থেকেও অনেক কিছু তুমি দিয়েছো। তুমি একটা প্রজন্মের ফ্যান এবং প্লেয়ার উপহার দিয়েছো। বিশেষ টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন।’ বিরাটের অবসর ঘোষণার পরে সচিনের বার্তার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে ‘কিং’-এর অবসর নিয়ে ক্রিকেট ঈশ্বরের আবেগঘন এই পোস্ট মন কেড়েছে ভক্তদের।