‘জাত-দল নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন’ কসবা-কাণ্ডের তীব্র প্রতিবাদ সাহেব- সুস্মিতার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: আরজি কর-কাণ্ডের এক বছরও পার হয়নি এখনও। তার আগেই কসবা-কাণ্ডে ফের উত্তাল শহর। কসবা থানার ২৫০ মিটারের মধ্যে পৈশাচিক ঘটনা। ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ফের অগ্নিগর্ভ গোটা রাজ্য। তারকা থেকে সাধারণ মানুষ, মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলেই।
‘অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে এসে এমনটাই দাবি জানালেন পর্দার ‘কথা-এভি’ অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে।
অভিনেতার কথায়, “এটা শুধু একটা ঘটনা নয়। প্রতিদিন খবরের কাগজের পাতায় এমন বহু ঘটনা চোখে পড়ে। চতুর্দিকে ধর্ষণ, শ্লীলতাহানি, হেনস্থার খবর। যতদিন না পর্যন্ত এর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, এই ঘটনা কমবে না। বিভিন্নরকম অপরাধমূলক কাজ তো সমাজ নিজেই মেনে নিয়েছে। কিন্তু ধর্ষণের মতো অপরাধকে সমাজ কখনই মেনে নেবে না। জাত-ধর্ম-দল নির্বিশেষে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। না হলে মানসিকতার পরিবর্তন হবে না। যদিও পুরোপুরি নিশ্চিত হয়েও বলা যাচ্ছে না যে শাস্তি হলেও অপরাধ কমবে।”
সহমত পোষণ করেন পাশে দাঁড়িয়ে থাকে সুস্মিতাও। তিনি বলেন, “শাস্তি হচ্ছে না বলেই এই ঘটনাগুলো বারবার ঘটে চলেছে। যে জানবে যে ধরা পড়লে মারাত্মক শাস্তি পাব, তা হলে সে সেই কাজটা করবেই না।”