ফারহানের ‘একে ৪৭’ সেলিব্রেশন! বিতর্ক উস্কে দিলেন আবার রউফের স্ত্রী!
স্পোর্টস ডেস্ক: ‘ক্রিকেটার নাকি ফুলটাইম জঙ্গি?’ অবাক নেটিজেনরা। গোটা ক্রিকেট বিশ্ব অবাক। নিলর্জ্জতার সীমা ছাড়িয়ে সেলিব্রেশন পাক ক্রিকেটারের। ভারত-পাক সুপার ফোরের লড়াইয়ের পর, এক সেলিব্রেশন নিয়েই চর্চায় এক ছবি। ঘটনাটা এশিয়া কাপ সুপার ফোরে দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচের দশম ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ব্যাটের হাতল কাঁধের কাছে রেখে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন। ঠিক যেন মনে হবে, একে৪৭ চালাচ্ছেন। ঠিক যেমন ছবি দেখা যায়, পাক জঙ্গি আজমল কাসভকে। দেখে যেন মনে হচ্ছিল বন্দুক চালাচ্ছেন। খেলাধুলোর জগতে এই ধরনের উচ্ছ্বাস ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে পরিচিত। কিন্তু ভারত-পাকিস্তান রাজনীতির উত্তেজনায় তা কেউই ভাল চোখে দেখেননি।
তুমুল সমালোচনা ও বিতর্কের মুখে জবাবও দেন সাহিবজাদা ফারহান। তিনি সাফ জানিয়ে দিলেন, কে কি ভাবল তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। ফারহানের সাফ কথা, ‘আমি সাধারণত ফিফটির পর তেমন সেলিব্রেশন করি না। কিন্তু হঠাৎ মাথায় এলো, একটা আলাদা কিছু করা যাক। তখনই ওই সেলিব্রেশন করি। কে কীভাবে নেবে সেটা নিয়ে আমার কোনো পরোয়া নেই (মুঝে পরোয়া নেহি)। ক্রিকেটে আগ্রাসী খেলা উচিত, সেটা প্রতিপক্ষ ভারত হোক বা অন্য কেউ।’ ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করে হাতের ছয় আঙুল দেখান। পাশাপাশি আবার বিমান ধ্বংস করার ইশারাও করেন। অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। রাউফের সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তাঁর স্ত্রী মুজনা মাসুদ মালিক আবার লিখেছেন, ‘খেলায় হেরেছি, কিন্তু যুদ্ধে জিতেছি।’ যা নিয়েও ভারতীয় নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয় পাক ক্রিকেটারের স্ত্রী’কে। সব নিয়ে খেলায় পাকিস্তান নাস্তানাবুদ হলেও, নানা কার্যকলাপ নিয়ে চর্চার কেন্দ্রে এখনও এই ম্যাচ।