অভিষেক সুদর্শনের, ৮ বছর পর দলে করুণ, ব্রাত্য বাংলার অভিমন্যু
স্পোর্টস ডেস্ক: রোহিত-কোহলি জমানার পর শুভমন গিলের হাত ধরে নতুন ভারত নামল টেস্ট লড়াইয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হল সাই সুদর্শনের। আট বছর পর একাদশে ফিরলেন করুণ নায়ার। কিন্তু বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের আর জায়গা হল না। তিনি ব্রাত্যই থাকলেন। অপেক্ষাই বাড়ল। একই ছবি অর্শদীপ সিংয়ের ক্ষেত্রেও, তাঁর টেস্ট অভিষেক হল না এই ম্যাচে। তিনজন জেনুইন পেসারের সঙ্গে সঙ্গে শার্দূল ঠাকুরকে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে।

লিডসে সুদর্শন টেস্ট দলের অভিষেকের টুপি পেলেন চেতেশ্বর পূজারার থেকে। মজার ব্যাপার, ১৯৯৬ সালে এই ২০ জুনই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে ছিলেন সুদর্শন। সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ পান। একইসঙ্গে ৩০০৬ দিন পর কামব্যাক করলেন করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন ৩৩ বছরের ব্যাটার। তিন নম্বরে কে নামবেন তা নিয়ে চর্চা চলছিলই। সেখানে উঠে এসেছিল দু’জনের নাম- অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শন। শেষপর্যন্ত ভাগ্যে শিকে ছিড়ল না অভিমন্যুর।প্রস্তুতি ম্যাচ এবং ভারতীয় ‘এ’ দলের হয়ে ভালো খেললেও কখনও মূল দলে জায়গা পাননি তিনি। ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ দলের নেতৃত্বেও ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি এবং প্রায় ৮ হাজারের মালিক হয়েও কবে ভারতীয় টুপি পান, সেটাই দেখার।কারণ এর আগে অস্ট্রেলিয়া সফরেও তিনি দলে ছিলেন। তবে খেলার সুযোগ পাননি।

টসে হার দিয়ে টেস্ট অধিনায়ক হিসাবে অভিযান শুরু করলেন ভারত অধিনায়ক শুভমন গিল। বেন স্টোকস প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। ওপেনিং করেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত-ইংল্যান্ড দু-দেশের ক্রিকেটার, গ্যালারিও নীরবতা পালন করে। ভারতীয় দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে।