দু’জনের পথ আচমকাই আলাদা, বিবাহ বিচ্ছেদ সাইনা নেহওয়াল ও পারুপল্লী কাশ্যপের

0




ভারতীয় ব্যাডমিন্টনের হাই-প্রোফাইল রোমান্স শেষ হল। থামল সংসার জীবন। দু’জনের দুটি পথ আলাদা। একজন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল, অন্যজন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টনের মুখ পারুপল্লী কাশ্যপ। দীর্ঘদিন গোপন প্রেম। এরপর দু’জনের ইচ্ছেতেই বিয়ে। এবার দু’জনের ইচ্ছেতেই বিচ্ছেদ।
সমাজমাধ্যমেই এই বিচ্ছেদের কথা জানিয়ে পোস্ট করেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা লেখেন, ‘জীবন মাঝে মাঝেই আমাদের অন্য পথে চালিত করে। অনেক চিন্তাভাবনার পর সম্পর্ক চ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা। নিজেদের জন্য ও অন্যদের জন্য শান্তি ও সমৃদ্ধি চাইছি। স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ। এখন সামনের দিকে তাকানোই সেরা পথ। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’ র  ফলে বছরের মাঝপথেই দুই ব্যাডমিন্টন তারকার জীবনের জুটি ভাঙল। সাত বছর আগে, ২০১৮ সালে ১৪ ডিসেম্বর পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইনা নেহওয়াল। 


ব্যাডমিন্টন সার্কিটে দু’জনেই দারুণ সফল৷ তবে কাশ্যপের থেকে দেশকে অনেক বেশি পদক এনে দিয়েছেন সাইনা৷ ২০০৫ থেকে দু’জনেই পুল্লেলা গোপীচাঁদের কাছে ট্রেনিং শুরু করেন৷ বাকিটা ইতিহাস৷ ২০১৫ সালে বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন সাইনা৷ উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে লন্ডন অলিম্পিকে (২০১২) ব্রোঞ্জ এবং ২০১০ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জেতেন সাইনা। অন্যদিকে কাশ্যপের বড় সাফল্য বলতে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা এবং ২০১০ নয়াদিল্লি কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ৷ তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৬৷ হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতেই কাছাকাছি আসা, প্রেম। এরপর দুই পরিবারের আলোচনায় বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত হয়। বিচ্ছেদের খবর এল আচমকাই। দুই ব্যাডমিন্টন তারকার দুই পথ এখন থেকে আলাদা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *