‘আমরা আবার চেষ্টা করছি’, বিচ্ছেদ ঘোষণার তিন সপ্তাহ পরেই একান্তে সাইনা-পারুপল্লি!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
‘সেই তো আবার কাছে এলে…’ কিংবদন্তির মান্না দের কণ্ঠে এই গান যেন একেবারেই মিলে যাচ্ছে এই ক্ষেত্রে। বিচ্ছেদ ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। কিছু সপ্তাহ পরেই আবার এক হলেন সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ!
২০১৮ সালের ১৪ ডিসেম্বর। এই দিনেই শুরু হয়েছিল তাঁদের পথ চলা। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই ব্যাডমিন্টন তারকা সাইনা এবং পারুপল্লি। দীর্ঘ সাত বছরের দাম্পত্য। হঠাৎ তাঁদের বিচ্ছেদের খবরে হতাশ হয়েছিলেন অনুরাগীরা। এ বার সব ভুলে কি নতুন কবে আবার নিজেদের সুযোগ দিতে চলেছেন তারকাজুটি? সাইনার সাম্প্রতিক পোস্ট উস্কে দিচ্ছে সেই জল্পনাই।

এক পাহাড়ি উপত্যকার মনোরম পরিবেশে একান্তে দাঁড়িয়ে দু’জন। কাশ্যপের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে সাইনা ক্যাপশনে লেখেন, ‘কখনও কখনও দূরত্ব আপনাকে উপস্থিতির মূল্য শেখায়। আমরা আবার চেষ্টা করছি।’ খুব বেশিক্ষণ লাগেছি পোস্টটি ছড়িয়ে পড়তে। তবে যুগলের এমন সিদ্ধান্তে বেশ খুশিই হয়েছেন নেটিজেনরা।
গত ১৪ জুলাই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন সাইনা। জানিয়েছিলেন, তাঁর এবং পারুপল্লির পথ আলাদা হয়েছে। সেই দিন বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করে ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি। আমাদের একসঙ্গে জমানো স্মৃতিগুলির জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আমাদের বোঝার জন্য গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’