২ কোটির দেনা, অভিনয় ছেড়ে চাষবাস! কী ভাবে ভাগ্য বদলাল ‘সাইয়ারা’ খ্যাত এই অভিনেতার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’। মাত্র ১৫ দিনের মধ্যেই ৪০০ কোটির ঘরে পরিচালক মোহিত সুরির এই ছবি। ইতিমধ্যেই চর্চায় ছবির নায়ক-নায়িকা অহান পাণ্ডে এবং অনীত পদ্দা। তরুণ প্রজন্মের এই প্রেমের ছবি যে এই প্রজন্মের সকলেরই মন ছুঁয়েছে, তা বলাই চলে। তবে জানেন কি, বক্সঅফিসে সুপারহিট এই ছবির এক অভিনেতা ডুবে গিয়েছিলেন ২ কোটির দেনায়? পকেটে মাত্র ২৫০০ টাকা। ‘সাইয়ারা’ই কি বদলে দিল ভাগ্য?

তিনি অভিনেতা রাজেশ কুমার। টিভির পর্দায় বেশ জনপ্রিয় মুখ তিনি। ‘সাইয়ারা’ ছবিতে অনীতের বাবার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা তুলে ধরেন তাঁর জীবনের করুণ অধ্যায়ের কথা।
‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘কোটা ফ্যাক্টরি’র মতো কাজ যে সমস্ত দর্শকেরা দেখেছেন, তাঁরা নিঃসন্দেহেই চিনে ফেলবেন রাজেশ কুমারকে। ২০১৯ সালে অভিনয়কে বিদায় জানান তিনি এবং পাকাপাকিভাবে হাত লাগান চাষের কাজে। অভিনেতা জানান, সেই সময়তেই নাকি বিপুল ঋণের বোঝা এসে পড়ে তাঁর ঘাড়ে। তিনি বলেন, “বেঁচে থাকার জন্যেও তেমন অর্থ ছিল না। ব্যঙ্কে তখন মাত্র ২৫০০ টাকা। তেমন সামর্থ্যই ছিল না যে সন্তানদের জন্য কিছু কিনব।”
অভিনেতা আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক ধরনের খবরই ছড়িয়েছিল। একবার শুনেছিলাম, আমি নাকি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে চাষের কাজ শুরু করি। আবার এক জায়গায় পড়েছিলাম, আমি নাকি অভিনয় ছেড়েই দিয়েছিলাম। আরও একবার শুনেছিলাম যে আমার এতটাই দুর্দশা হয়েছিল যে বাধ্য হয়ে চাষের কাজে হাত দিয়েছিলাম। আমি তৃতীয় মন্তব্যটির একেবারেই বিরুদ্ধে। আমার পরিবার কখনওই আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেনি।”
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও বিনোদন জগতে কাজ শুরু করেন রাজেশ। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি’তে ‘গগন রাস্তোগি’র চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। অন্য দিকে ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাড্ডি’, ‘তেরি বাতোন মে অ্যাইসা উলঝা জিয়া’র মতো প্রজেক্টে দেখা মিলেছে অভিনেতার।