বক্সঅফিসে হিট ‘সাইয়ারা’! তবুও কেন নিজের দুই ভ্রু কামিয়ে ফেললেন ছবির নায়িকা অনীত?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সিনেপ্রেমীদের মুখে মুখে এই মুহুর্তে আলোচিত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাইয়ারা’। বক্সঅফিসে এই মুহুর্তে রমরমিয়ে চলছে এই ছবি। সেই সঙ্গে চর্চায় উঠে এসেছে অনীত পদ্দার নাম। নতুন প্রজন্মের তারকা। আর এই প্রজন্মের স্টাইল স্টেটমেন্টের ধরনও আলাদা। কখনও কেউ ভ্রুয়ের কিছুটা অংশ বাদ দিচ্ছেন, তো কেউ কেউ একেবারেই উপড়ে ফেলছেন নিজের আখিপল্লব।

‘সাইয়ারা’র অনীতও ঘটিয়েছেন কিছুটা এমনই কাণ্ড। তবে তিনি পুরোই চেঁচে ফেলেছেন নিজের ভ্রু। বক্সঅফিসে হিট ছবি, এর পরেও কেন এমন করলেন তিনি? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। অভিনেত্রীর এমন কর্মকাণ্ড প্রায় বছর দশেক আগের।

অনীত বলেন, “আমার ঠিক মনে নেই। বোধহয় তখন স্কুল পড়ুয়া ছিলাম। সেই সময় বার্ষিক অনুষ্ঠান চলছিল। জানি না কী অদ্ভুত ভাবনা মাথায় চেপেছিল। আমি বাড়ি এসে সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখনই সিদ্ধান্ত নিই আমি আমার দুই ভ্রু এবং আখিপল্লব কিছুটা কামিয়ে নেব। আমি চোখের আটটা পাতা উপড়ে ফেলেছিলাম। তারপর আমার মা বাড়িতে ফিরে হতবাক হয়ে যান। আমাকে বলেন, ‘কী করি আমি তোমাকে নিয়ে! কালকে তো স্কুলও রয়েছে তোমার। এ বার কী হবে?’ তখন কিছু বুঝিনি। আমি হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। ১০ বছর পর এখন দেখি মানুষ সত্যিই নিজেদের ভ্রু কামিয়ে ফেলছেন।”

এই মুহুর্তে ‘সাইয়ারা’ ছবিতে বুঁদ দর্শক। নতুন প্রজন্মের দর্শকের মতে, বহুদিন পর এমন প্রেমের আখ্যান দেখা গেল বড় পর্দায়। ছবির পাশাপাশি প্রশংসিত হচ্ছে ছবির নায়ক অহান পাণ্ডে এবং নায়িকা অনীতের রসায়ন এবং তাঁদের অভিনয়। বিশেষত অনীতের রূপে মজেছেন তাঁরা। তথাকথিত ‘নায়িকা’সুলভ মুখেদের ভিড়ে অনীত যেন অন্যরকম, এমনই মত নেটিজেনদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *