‘সাইয়ারা’ ঝড়! ৫০০ কোটির মাইলস্টোন পেরিয়ে থামল, ভেঙে চুরমার একাধিক আয়ের রেকর্ড
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ১৮ জুলাই মুক্তি পেয়েছিল। এরপর একটানা সাত সপ্তাহ। অখ্যাতদের নিয়েই তৈরি সাইয়ারা রীতিমতো ঝড় তুলেছিল বক্সঅফিসে।শেষমেশ ‘সাইয়ারা’ থিয়েটার থেকে বিদায় নিয়েছে। তবে তৈরি করে গেছে ইতিহাস। টপকে গেছে ৫০০ কোটির সীমারেখাও।মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করে চমকে দিয়েছে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’। ৪৮ দিন ধরে টানা প্রেক্ষাগৃহগুলোও ঘুরেছে নবাগত আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার সিনেমা। ‘সাইয়ারা’ এখন ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমের গল্প হিসেবে রেকর্ড গড়েছে। শুধু ভারতে ছবির আয় ৩২৯.২৫ কোটি টাকা।

বিদেশে, সাইয়ারা ১৬৯ কোটি টাকা আয় করেছে। বিশ্বব্যপী আয় ধরলে সাইয়ারা’র আয় ৫৭০ কোটি টাকা। যা ‘ছাবা’র পর এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা করে তুলেছে সাইয়ারাকে। ৫৭০ কোটি টাকা মোট আয়ে ‘ডঙ্কি’ (৪৫৫ কোটি টাকা), ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি টাকা), এবং ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি টাকা)-সহ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু হিট সিনেমা এবং ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি টাকা) এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি টাকা) সব কিছু ছাপিয়ে গেছে ৪৮ দিনের ঝড়ে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনিতে, ‘কবীর সিং’-এর ৩৭৭ কোটি টাকার আয়কে ছাড়িয়ে গিয়েছে। এমনকী, নবাগত মুখদের নিয়ে তৈরি সিনেমার মধ্যেও সর্বোচ্চ আয়কারী। ভেঙে দিয়েছে ১০৯ কোটি আয় করা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (২০১২)-এর রেকর্ডও।
সাইয়ারা, মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড ভেঙেছে দিয়ে ঝড় তুলেছিল। শুধুমাত্র প্রথম সপ্তাহে ১৭২.৭৫ কোটি টাকা, তারপরে দ্বিতীয় সপ্তাহে ১০৭.৭৫ কোটি টাকা আয় করেছিল। পরবর্তী সপ্তাহগুলোতে অবশ্য গতি খানিকটা কমে যায়। তৃতীয় সপ্তাহে ২৮.২৫ কোটি টাকা, চতুর্থ সপ্তাহে ১৪.১ কোটি টাকা। কিন্তু তাতেও সাইয়ারা ক্রেজ এতটুকুও কমেনি। ষষ্ঠ সপ্তাহেও এই সিনেমা আয় বজায় রেখেছিল। শেষ সপ্তাহে শুক্রবার ৩৫ লাখ, শনিবার ৭০ লাখ এবং রবিবার ৮০ লাখ টাকা ঘরে নিয়ে আসে।