পর্দার প্রেম বাস্তবেও! অনীতই কি আহানের রিয়েল লাইফ ‘সাইয়ারা’? ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তারকাজুটির প্রেম রুপোলি পর্দা থেকে বাস্তবে গড়িয়েছে, এমন নজির নেহাত কম নয় বলিউডে। এ বার সেই তালিকাতেই কি জুড়ল আরও দুটো নাম? সদ্যই মুক্তি পেয়েছে তাঁদের একসঙ্গে প্রথম ছবি। তরুণ প্রজন্ম এখন বুঁদ তাতেই। হ্যাঁ, কথা হচ্ছে ‘সাইয়ারা’র নায়ক-নায়িকা আহান পাণ্ডে এবং অনীত পদ্দাকে নিয়ে।

এই মুহুর্তে ৫০০ কোটির ক্লাবে এই ছবি। তবে এমন সাফল্যের পরও খুব কমই একসঙ্গে ধরা দিয়েছেন আহান এবং অনীত। তবুও নেটপাড়ার কৌতূহলী চোখ যেন খুঁজে চলেছে তাঁদেরকেই। সম্প্রতি এমনই একটি ভিডিয়োতে আটকেছে অনুরাগীদের চোখ এবং তা দেখে তাঁরা বলছেন, “বাস্তবেই কি অনীতের মধ্যে নিজের ‘সাইয়ারা’কে খুঁজে পেলেন আহান?”

সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল শপিং মলের বাইরে দেখা মিলল চর্চিত এই জুটির। মল থেকে বেরোচ্ছেন অনীত এবং আহান। সঙ্গে অবশ্য ছিলেন অভিনেতার মা এবং আরও কয়েকজন। দুই তারকার মুখ আড়াল করা কালো মাস্কে। একেবারে ক্যাজুয়াল লুকেই ক্যামেরাবন্দি হন তাঁরা।

দেখা যায়, মল থেকে বাইরে বেরোতেই অনীতর দিকে হাত বাড়িয়ে দেন আহান। যেন পর্দার ‘সাইয়ারা’র হাতে হাত রেখেই হাঁটতে চান তিনি। যদিও অনীত লাজুকভাবেই সেই প্রস্তাব এড়িয়ে যান। কিছু মুহুর্ত পর আহানও সরিয়ে নেন নিজের হাত। এই মুহুর্তের রেশ কাটতে না কাটতেই আরও এক আদুরে মুহূর্ত। অনীতের থেকে কিছুটা এগিয়ে গিয়ে অভিনেত্রীর দিকে তাকিয়ে উল্টো ভাবে হাঁটতে শুরু করেন আহান। যেন হাত না ধরতে পারলেও অনীতকে চোখে হারাতে নারাজ অভিনেতা। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে অনেকেই লিখলেন, ‘পর্দার প্রেম কি বাস্তবেও গড়াল?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *