‘কার কেরিয়ার খেয়েছি আমি?’ ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপের অভিযোগে পাল্টা সলমন!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তিনি বলিউডের ‘ভাইজান’। তাঁর হাত ধরেই নাকি জনপ্রিয়তার শিখরে পৌঁছান বলি তারকারা। অন্য দিকে তাঁর চক্ষুশূল হলেও ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুশকিল। পাঁচ বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘স্বজনপোষণ’ নিয়ে বলিউডে যখন তরজা তুঙ্গে, তখনও সলমন খানের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁরই ‘দবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ। এ বার ফের এক বার অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আনলেন অনুরাগ কাশ্যপের দাদা।

পরিচালকের অভিযোগ, সলমন খান নাকি তাঁর কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেছিলেন। এখানেই শেষ নয়, তাঁর দাবি, সলমনের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো। তিনি বলেন, “ওঁর গোটা পরিবারই এরই রকম। স্বভাবের।” তাঁর এই মন্তব্য এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিতর্ক বাড়তেই মুখ খুললেন সলমন।

পাল্টা প্রশ্ন তুললেন, “কার কেরিয়ার খেয়েছি আমি?” তবে সব কিছুরই সূত্রপাত ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী প্রণীত মোরের কয়েকটি মন্তব্যকে ঘিরে। এই কৌতুকশিল্পী তাঁর এক অনুষ্ঠানে সলমনকে নিয়ে বলেছিলেন, “সলমনকে টাকা কে খাওয়াবে! ও টাকা খায় না। ও তো লোকের কেরিয়ার খায়।” এ বার মন্তব্যকে ঘিরেই সলমনের পাল্টা জবাব, “লোকে বলছে, আমি নাকি অনেকের কেরিয়ার খেয়ে নিয়েছি। আমি কার কেরিয়ার খেয়েছি? কারও কেরিয়ার খাওয়ার হলে, সবার আগে নিজেরটাই ধ্বংস করে দিতাম।”

;

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *