আমিরের ছবির প্রিমিয়ারে তাঁর পুত্র জুনেইদকেই ধাক্কা সলমনের দেহরক্ষীর! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত এক বছরে কম ঝড় বয়ে যায়নি সলমন খানের উপর দিয়ে। কখনও ‘গ্যালাক্সি’র সামনে গুলিবর্ষণ, আবার কখনও হত্যার হুমকি। এই সবের পর স্বাভাবিকভাবেই আরও কড়া হয়েছে ভাইজানের নিরাপত্তা। এই কড়া নিরাপত্তার বলয় নিয়েই আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির দেখতে এসেছিলেন অভিনেতা। বন্ধুর ছবির প্রিমিয়ার তিনি আসবেন না, তা কী ভাবে হয়! তবে নিরাপত্তাবেষ্টনী তেমনই দ্বিগুণ। সলমনের কাছে পর্যন্ত যাওয়া দুষ্কর। এমনকি তাঁরা ঠেলে সরিয়ে দিলেন খোদ আমির-পুত্রকেই!

সমাজমাধ্যমে ভাইরাল হল এমনই এক ভিডিয়ো। দেখা যাচ্ছে নিজের মতো করে হেঁটে যাচ্ছেন সলমন। তাঁকে ঘিরে একাধিক দেহরক্ষী। স্বাভাবিকভাবেই ভাইজানকে দেখতে ভিড়ও চোখে পড়ার মতো। সেই ভিড়ের মধ্যেই ছিলেন জুনেইদ। সলমনের কাছে গিয়ে দেখা করতে চাইছিলেন। কিন্তু যতবারই তিনি এগোতে যাচ্ছেন অভিনেতার দিকে, হাত দিয়ে আটকে দিচ্ছেন এক দেহরক্ষী। যদিও এই বিষয়টি একেবারেই খেয়াল করেননি সলমন।