নিজে হাতে বাপ্পার আরতি, ভিনধর্মের হয়েও কেন গণেশ পুজো করেন সলমন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মায়ানগরীর গণেশ পুজোর আমেজটাই আলাদা। তারকা থেকে অনুরাগী সকলেই তখন মেতে বাপ্পার আরাধনায়। এমনকি সলমন খানও। সম্প্রতি তাঁর বাড়ির গণেশপুজোর ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। এতে অনুরাগীরা যেমন মুগ্ধ হয়েছিলেন, তেমনই কিছু জন প্রশ্ন তুলেছিলেন, ‘ভিনধর্মের হয়েও কেন গণেশ পুজো করেন ভাইজান?’ এ বার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বাবা সেলিম খান।
ভিনধর্মের হলেও সেলিম খানের বেড়ে ওঠা হিন্দু ধর্মের পরিবেষ্টনের মধ্যেই। ইনদওরের একটি হিন্দু এলাকায় থাকতেন তাঁরা। যেখানে হিন্দু ও মুসলমানের মধ্যে কোনও ভেদাভেদ ছিল না। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করা নিয়েও আপত্তি ছিল না পরিবারের। হিন্দু মতে সাত পাক ঘুরেছিলেন তিনি। বিয়ের পর সুশীলার নাম বদলে হয় সালমা খান। কিন্তু জানেন কি, সুশীলা আসার অনেক আগে থেকেই একই নিষ্ঠাভরে হিন্দু উৎসব পালন করে আসছেন সেলিম। এই গণেশপুজোর সূচনাও তাঁদের বিয়ের অনেক আগে। সেলিমের বাবার আমল থেকেই এই চল।
