মুক্তির আগেই কাহিনি ফাঁস! নাম না করে দীপিকার উপরেই তোপ পরিচালক ভাঙ্গার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ ইতিমধ্যেই আলোচনায়। আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাডুকোন। এ বার অভিনেত্রীর জায়গা দখল করেছেন তৃপ্তি দিমরি। এর পর থেকেই শুরু বিতর্ক। একাধিক প্রতিবেদনের দাবি, এই মুহূর্তে দীপিকার সঙ্গে মোটেই সম্পর্ক ভাল যাচ্ছে না পরিচালকের। অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ভাঙ্গা।
এ দিন এক্স হ্যান্ডেলে বোমা ফাটালেন ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক। তিনি লেখেন, ‘কোনও অভিনেতা বা অভিনেত্রীকে স্ক্রিপ্ট শোনানোর সময় আমি তাঁর উপর ভরসা রাখি যে তিনি কখনই গল্প বাইরে ফাঁস করবেন না। ছবি না করলেও না। কিন্তু তুমি এটা করে বুঝিয়ে দিলে যে তুমি মানুষ হিসাবে ঠিক কেমন।’
তিনি আরও লেখেন, ‘তোমার নারীবাদী মনোভাব বোধহয় তোমাকে এটাই শেখায়। একটা ছবি বানানোর নেপথ্যে আমার বহু বছরের পরিশ্রম থাকে। কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমার কোনওদিনই ছিল না। আর কোনওদিন হবেও না। একটা কাজ করবে, এ বার থেকে পুরো গল্পটাই বলে দেবে। আমার কোনও অসুবিধা নেই।” এখানে পরিচালক কারও নাম না নিলেও নেটিজেনদের একাংশের মতে, তিনি পরোক্ষভাবে দীপিকাকেই দুষেছেন এই পোস্টে।

‘কল্কি২৮৯৮’ ছবির পর অনুরাগীরা মুখিয়ে ছিলেন প্রভাস এবং দীপিকার জুটিকে আবারও বড় পর্দায় দেখার জন্য। তবে তাঁদের হতাশ করেই ভাঙ্গার এই ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন তৃপ্তি। কাজেই পরিচালকের সঙ্গে দ্বিতীয়বার কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনিও।