সন্তোষে জয়ের ধারাবাহিকতা বজায় বাংলার, নরহরি শ্রেষ্ঠার বিশ্বমানের গোলে হারল উত্তরাখণ্ড
সন্তোষে জয়ের ধারা অব্যাহত বাংলার। নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছিল বাংলা, শনিবার উত্তরাখণ্ডকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা। শেষ মুহূর্তে নরহরি শ্রেষ্ঠার বিশ্বমানের গোলে ১-০ ব্যবধানে উত্তরাখণ্ডকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলল বাংলা ।
এই ম্যাচে গোড়ালিতে হালকা চোটের কারণে প্রথম এগারোয় ছিলেন না বাংলার আক্রমণভাগের অন্যতম ফুটবলার উত্তম হাঁসদা। অন্যদিকে উত্তরাখণ্ড ছিল কঠিন প্রতিপক্ষের অন্যতম। আবার যাতায়াতের ক্লান্তিও ছিল। কিন্তু ম্যাচে একটুও জমি ছাড়তে রাজি ছিল না বাংলা। ম্যাচের শুরু থেকে দু’দলই লড়াই চালাতে থাকে। শুরু থেকেই গা-জোয়ারি ফুটবল আর কড়া জোনাল মার্কিংয়ে বাংলাকে চাপে রাখে উত্তরাখণ্ড। আটকে যান রবি হাঁসদারা। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধেও একই ছবি ছিল।কিন্তু গোলমুখ খুলতে পারছিল না কোনও দলই। এরপরই সঞ্জয় সেন মোক্ষম চাল দিয়ে দেন। রবি হাঁসদাকে তুলে নিয়ে নরহরি শ্রেষ্ঠাকে নামান। যদিও অনেকেই ভেবেছিলেন, উত্তম না খেলায় নরহরিকে শুরু থেকেই খেলাবেন সঞ্জয় সেন। তা অবশ্য করেননি। শেষদিকে নামিয়ে ম্যাচের রঙটাই পাল্টে দিয়েছেন। সংযুক্তি সময়ে (৯০+৬ মিনিট) পরিবর্ত হিসেবে নামা নরহরি এক বিশ্বমানের গোলে প্রতিপক্ষের জাল কাঁপান। পরিবর্ত হিসেবে নেমে কোচের আস্থার মর্যাদা দেন নরহরি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বঙ্গ ব্রিগেড। ম্যাচ শেষে সঞ্জয় সেন বলেন, ‘দ্বিতীয় ম্যাচ সহজ হবে না সেটা আগেই বুঝেছিলাম। ছেলেরা ধৈর্য ধরে খেলেছে বলেই শেষ মুহূর্তে ফল এসেছে।’ রবিবার রাজস্থানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খেলতে নামবে বাংলা দল।
