সিনিয়র সিটিজেন সলমন! ঝলমলিয়ে উঠল মুম্বইয়ের বান্দ্রা থেকে পানভেল, সেলিব্রেশনে ধোনিও

0

সলমন খান ৬০। বলিউডের ভাইজান এখন থেকে সিনিয়র সিটিজেন। তাই গ্র্যান্ড সেলিব্রেশন তো হতেই হয়। তাই হয়েওছে। মুম্বইয়ের পানভেলে সলমন খানের ফার্মহাউসে বসেছিল সেলিব্রেশনের আসর। শুধু ইন্ড্রাস্টির ঘনিষ্ঠরাই নয়, সেই তালিকায় ছিল খেলোয়াড় থেকে রাজনীতিবিদও। ছিলেন বাবা সেলিম খান, মা সালমা, বোন অর্পিতা, ছিলেন আরবাজ খানও। জন্মদিন পালনে ফার্ম হাউসে গিয়েছিলেন সপরিবারে মহেন্দ্র সিং ধোনি। মাহির সঙ্গেই ছিলেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাও।ধোনি ও সলমন একসঙ্গে হাসিমুখে ছবি ভাইরালও হয়। প্রাণ নাশের হুমকি, ভয় উপেক্ষা করেই রাত থেকে জন্মদিনে মেতেছিলেন বলিউডের ভাইজার। যদিও জন্মদিন উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।

বলিউডের অনেক তারকাই এসেছিলেন সলমনকে শুভেচ্ছা জানাতে। সঞ্জয় দত্ত, সঙ্গীতা বিজলানি, করিশ্মা কাপুর রণদীপ হুডা থেকে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা সবাইকে দেখা যায়। ৬০ বছর মানেই অবসর নয়, যেন ক্লিন শেভে কালো টি শার্ট ও নীল ডেনিম প্যান্টে নতুন যৌবনেরই দূত হিসেবে ধরা দেন সল্লু। রাত ১২টা বাজতেই কেক কাটেন অভিনেতা। পাপারাজ্জিদের সঙ্গেও জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করেন। ছবিও তোলেন। যা সমাজ মাধ্যমে এরমধ্যেই ভাইরাল।বলিউড তারকা সলমন খানের জন্মদিনের আগের রাতে শুক্রবার মুম্বইয়ের বান্দ্রা ওরলি সি লিঙ্কে বিশেষ আলোকসজ্জা করা হয়। রঙিন আলোয় সজ্জিত সি লিঙ্কে সলমন খানের নাম ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা ভেসে উঠে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। একই ভাবে সেজে উঠেছিল নিকটবর্তী সমুদ্রতট।লেখা ফুটে উঠেছিল ‘হ্যাপি বার্থ ডে ভাই’।

জন্মদিনেই প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ এর প্রথম ঝলক।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির টিজার দেখে সলমন খানের ভক্তরা দারুণ উত্তেজিত। ছবির নির্মাতারা জানিয়েছেন, ‘ব্যাটল অফ গালওয়ান’-এ সলমন খানকে দেখা যাবে এযাবৎকালের অন্যতম সেরা এবং শক্তিশালী চরিত্রে। বোঝাই যাচ্ছে, সুপারস্টার সলমন খান আরও একবার বড় পর্দায় ধামাকা দিতে প্রস্তুত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *