মন কাঁদছে বলিউড বাদশার! পাঞ্জাবের বন্যায় নিঃস্ব ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাঞ্জাবের বুকজুড়ে যেন কান্নার স্রোত। পাঞ্জাবের এই বন্যা ১৯৮৮ সালের পর সবচেয়ে ভয়াবহ। একের পর এক মৃত্যু। ঘর হারা মানুষ। অসহায় আর্তি। এতে প্রায় ১৬৫৫টি গ্রামের সাড়ে ৩ লাখের বেশি মানুষ গৃহহীন ও ক্ষতিগ্রস্ত। এসব দেখে চুপ থাকেননি শাহরুখ খান।বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্যেও ঝাঁপিয়ে পড়লেন বলিউড সুপারস্টার। বলিউডের ‘বাদশাহ’ শুধু রুপোলি পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও তিনি মানবতার পাশে দাঁড়ান। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় যখন হাজারো মানুষ গৃহহীন, ঠিক তখনই ১৫০০ পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি।

তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসার, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ পাঞ্জাবের বিভিন্ন জেলায় ১৫০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ। তাদের জন্য পাঠানো হচ্ছে পানীয় জল, খাবার, ফ্লোটিং কট, তোষক, মশারি, ওষুধসহ প্রয়োজনীয় সব সামগ্রী। শুধু ত্রাণ নয়, চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বও নিচ্ছে ‘মীর ফাউন্ডেশন’। সংস্থার প্রতিশ্রুতি— ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে মাথার ওপর ছাদ গড়ে তুলতে সহায়তা করা হবে। সাধারণ মানুষ যাতে দ্রুত একটু স্বস্তি পান, একটু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন, একটু নিরাপত্তা পান ও আশ্রয় পান, সেই কারণেই শাহরুখের পক্ষ থেকে থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ভারতের অনেক তারকাই সাহায্য পাঠিয়েছেন।

এদের মধ্যে রয়েছেন- সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ, শেহনাজ গিল, অক্ষয় কুমার, আলিয়া ভাট, হরভজন সিংসহ আরও অনেক তারকা সাহায্যের হাত বাড়িয়েছেন। এরই মধ্যে সলমন খানের সংস্থা বিং হিউম্যান পাঁচটি রেসকিউ বোট পঞ্জাবে পাঠিয়েছে। অভিনেতা সোনু সুদও তার পরিবারের সঙ্গে মিলে হাজার হাজার বন্যার্তকে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষয় কুমার। থেমে থাকলেন না শাহরুখও। বন্যাদুর্গত মানুষের দুর্দশা দেখে ব্যথিত শাহরুখ আগেই সমাজ মাধ্যমে লিখেছিলেন, ‘পাঞ্জাবের এমন দৃশ্য দেখে আমার মন ভেঙে গিয়েছে। আমি আশা করব, পাঞ্জাবের মনোবল কখনো যেন না ভাঙে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *