জাতীয় পুরস্কার জয়ের আনন্দের সঙ্গে মিলল স্মৃতি, রিল জমল ‘কিং’ ও রানির

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সেই একই নস্টালজিয়া। একই আমেজ। স্মৃতি ফেরাল বলিউডের হিট জুটি শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। সোমবার ‘রাহুল-টিনা’কে একফ্রেমে দেখে নজর আটকালো অনুরাগীদের। এ দিন একসঙ্গে একটি রিলে রোম্যান্স করতে দেখা গেল শাহরুখ ও রানিকে। যদিও এর প্রধান উদ্দেশ্যই ছিল আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর গান ‘তু পহেলি তু আঁখরি’র প্রচার। এ খানেই শেষ নয়। চমক আরও আছে।

শাহরুখের চোটের কথা ইতিমধ্যেই সকলের জানা। হাতে স্লিং নিয়েই গানের ছন্দে মেতে উঠলেন তিনি। তবে আসর আকর্ষণ লুকিয়ে শাহরুখের লেখায়। তিনি লিখলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়ে গেল। অভিনন্দন রানি। তুমি রানি তো বটেই। আর তোমায় আমি সবসময় ভালবেসে যাব।’

এই বছর ‘জওয়ান’ ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ। একই সঙ্গে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির হাত ধরে সেরা অভিনেত্রীর শিরোপা উঠে এসেছে রানির মাথাতেও। দুই নায়ক-নায়িকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগী। কেউ লেখেন, ‘আমার চোখ আটকে শাহরুখ-রানির উপর।’ কেউ কেউ আবার স্মৃতিতে ভেসেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিরও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *