‘কিং’-এর শুটিংয়ে আহত কিং খান, মার্কিন মুলুকে চলছে চিকিৎসা, কেমন আছেন তিনি

কিং খানের ভক্তরা উদ্বিগ্ন! ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন শাহরুখ। যদিও আঘাত গুরুতর নয় বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে কিং খানকে আপাতত বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা । যার ফলে পিছিয়ে গিয়েছে সিনেমার শুটিং। ঠিক কোথায়, কতটা চোট পেয়েছেন তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বলিউডের বিভিন্ন সিনে মিডিয়ার সূত্র থেকে জানা গেছে, বলিউডের বাদশার পিঠে বা পেশিতে চোট লেগেছে। বিগত কয়েক বছরে স্টান্ট করতে গিয়ে একাধিকবার গুরুতর চোট পেয়েছেন কিং খান। তাই বলিউড বাদশাকে নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাননি কেউই। সূত্রের খবর, চিকিৎসার জন্য আমেরিকাতে গিয়েছেন তিনি। চিকিৎসকরা আপাতত তাঁকে একমাসের বিশ্রাম নিতেই বলেছেন। কিন্তু কী এমন হল, যে সটান মার্কিন মুলুকে উড়ে যেতে হল শাহরুখ খানকে, তা নিয়ে উদ্বিগ্ন সকলেই। যদিও কিং খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।

শাহরুখের ‘কিং’ সিনেমার পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। যাতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ ও তাঁর কন্যা সুহানাকে। মেগাবাজেট এই সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদেরও দেখা যাবে বলে খবর। এই ‘কিং’ সিনেমার জন্য অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান কিং খান। ছবির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। সম্ভবত, সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরে আবার শুট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফিল্ম টকিজের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খানকে আপাতত শুটিং করতে নিশেধ করা হয়েছে। শাহরুখের আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রী ‘এক্স হ্যান্ডল’-এ লেখেন, ‘আমার ভাই শাহরুখ শুটিংয়ে স্টান্ট করতে পেশিতে আঘাত পেয়েছেন। শাহরুখকে নিয়ে চিন্তিত। শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করছি।’