‘একসঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করেছি’, কলকাতায় এসে ‘ভালবাসার’ অর্থ বোঝালেন শরমন জোশী
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
পর্দায় বহুবারই প্রেমিক পুরুষের চরিত্রে অভিনয় করেছেন। বাস্তব জীবনের প্রেমকাহিনিটিও কিন্তু কোনও সিনেমার থেকে কম কিছু নয় বলি অভিনেতা শরমন জোশীর। মাত্র ২১ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা প্রেরণা চোপড়াকে বিয়ে করেছিলেন। তিন সন্তানকে নিয়ে দু’জনের সুখের সংসার। সদ্যই আবার এক আদ্যোপান্ত প্রেমের ছবিতে দেখা মিলবে শরমনের। ছবির নাম ‘ভালবাসার মরশুম’। অভিনেতার কাছে ‘ভালবাসা’র অর্থ আসলে কী?
এম এন রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই বাংলা সিনেমায় অভিষেক হতে চলেছে শরমনের। সেই সূত্র ধরেই সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই অভিনেতা বোঝান ভালবাসার মানে। তিনি বলেন, “আমার কাছে ভালবাসা হল এক স্বতঃস্ফূর্ত অনুভূতি। ভালবাসা হল সময়। এটি বন্ধুত্ব, ধৈর্য এবং মানিয়ে নেওয়ার কথাও বলে।”

নিজের ব্যক্তিগত জীবনের কথাও বলতে ভোলেননি বলিতারকা। তিনি বলেন, “আমি আমার জীবনে অনেকটা পথ চলেছি। খুবই সুন্দর অভিজ্ঞতা। যখন কেউ অপরজনকে মন থেকে ভালবেসে ফেলেন, তখন সবকিছুই সহজ হয়ে ওঠে। আমি এবং আমার স্ত্রী দু’জন যেমন খুব ভাল বন্ধু, তেমনই একে অপরের প্রতি আকৃষ্ট। আমরা দু’জনকে পছন্দ করি। এত বছর ধরে আমাদের মধ্যে বন্ধুত্বটা বেঁচে আছে বলেই এতটা পথ একসঙ্গে চলতে পারছি।”
প্রথম বাংলা ছবি শরমনের। ছবির মহরতের দিন কলকাতায় হাজির হয়েছিলেন তিনি। সেখানেই আডিশনকে অভিনেতা জানান, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ছবির জন্য বাংলা শিখছেন তিনি। নেপথ্যে আর কেউ নন, ছবির দুই নায়িকা এ পার বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ও পারের তানজিন তিশা। অভিনেতা বলেছিলেন, “আমাকে বাংলা শেখাচ্ছেন হিরোইন।” তিনি আরও যোগ করেন, “পরিচালক বলেছিলেন বাংলা শেখাবেন। আমি বলেছিলাম, না। হিরোইনের কাছ থেকেই শিখব।”