‘ওঁর শেষ সময়ে থাকতে পারলাম না…’ প্রাক্তন স্ত্রী শেফালির মৃত্যুতে মর্মাহত হরমিত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স মাত্র ৪২। এক সময়ে তরুণ প্রজন্মের সেনসেশন ‘কাঁটা লগা গার্ল’ আর নেই, এমনটা ভাবতেই যেন মন খারাপ হয়ে পড়ছে অনুরাগীদের। অভিনেত্রী শেফালি জারিওয়ালার শেষকৃত্যে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু তারকাই। সর্বসমক্ষেই কান্নায় ভেঙে পড়েছিলেন পরাগ ত্যাগী। অন্য দিকে অভিনেত্রীর শেষ সময়ে থাকতে না পারার কষ্ট রয়েছে প্রাক্তন স্বামী হরমিত সিংয়েরও।

তিনি আপাতত ইউরোপে। তাই ইচ্ছে থাকলেও আসতে পারেননি এখানে। বিদেশে বসেই প্রয়াত প্রাক্তন স্ত্রীকে শোকবার্তা লিখলেন তিনি। তিনি লিখলেন, ‘আমার জীবনে অন্যতম নাড়া দেওয়ার মতো ঘটনা। আমি এখন ইউরোপে। ফলে, ইচ্ছা থাকলেও শেফালির শেষকৃত্যে যোগ দিতে পারলাম না। কিন্তু আমার সমবেদনা সব সময় ওঁর পরিবারের সঙ্গে থাকবে।’

 ‘মিত ব্রাদার্স’-এর অন্যতম গায়ক হরমিত। তাঁর শেফালি আলাপ গড়ায় ছাদনাতলা পর্যন্ত। ২০০৪ সালে হরমিত-শেফালি বিয়ে করেন। যদিও সেই বিয়ের স্মৃতি খুবটা সুখকর নয় বলেই অভিনেত্রী জানিয়েছিলেন পুরনো একটি সাক্ষাৎকারে। অভিনেত্রী জানান, শারীরিক অত্যাচার না করলেও মানসিক ভাবে হরমিত তাঁকে বিপর্যস্ত করে তুলেছিলেন। তবে হরমিতের পোস্টে অন্য সুর। তিনি লেখেন, ‘আমরা দু’জন একসঙ্গে সুন্দর সময় কাটিয়েছিলাম। সেই স্মৃতিই সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। ওঁর পরিবারের জন্য আমার তরফ থেকে সমবেদনা রইল।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *