পরাগের বুকে শেফালি, কন্যার ছবি দেখে জামাইয়ের বুকেই চুমু আঁকলেন বাবা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শেফালি জরিওয়ালা চলে গিয়েছে বেশ কিছু মাস হল। তবে স্ত্রীর স্মৃতিতে মরতে দেননি স্বামী পরাগ ত্যাগী। তাঁকে উৎসর্গ করে নিয়েছেন একের পর এক উদ্যোগ। এ বার নিজের বুকে শেফালির ছবি উল্কি করিয়েছেন তিনি। সেই উল্কিতেই চুমু আঁকলেন নায়িকার বাবা।

সদ্যই গিয়েছে পরাগ ও শেফালির বিবাহবার্ষিকী। আর সেই উপলক্ষেই নায়িকার ছবি বুকে এঁকেছিলেন তিনি। লিখেছিলেন, ‘১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে পরীর জন্য আমার উপহার।’ যা দেখে আবেগে ভেসেছিলেন অনুরাগীরাও। এ বার আবেগ ধরে রাখতে পারলেন না শেফালির বাবা। তাঁর জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন পরাগও। বুকে প্রয়াত কন্যার ছবি দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শেফালীর বাবা। জামাইয়ের বুকে চুম্বন করে বসলেন তিনি।

সেই ছবিই সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পরাগ লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। শেফুর তরফ থেকেও শুভেচ্ছা। আমি সব সময় তোমার সঙ্গে আছি। খুব ভালবাসি তোমাকে।’

গত ২৭ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জরিওয়ালা। কিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জানা যায়, বয়স ধরে রাখার জন্য ওষুধের সাহায্য নিতেন ৪২ বছর বয়সী নায়িকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *