হাসপাতালের বিছানায় হাসি, পাশে রয়েছে করণ, হঠাৎ কীসে ভুগছেন শেহনাজ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তাঁর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক প্রাণবন্ত, চঞ্চল মেয়ের ছবি। তিনি অভিনেত্রী শেহনাজ গিল। বিগ বস-এর ঘর থেকে উঠে এসে যিনি আজ হাজারো মানুষের প্রিয় ‘সিডনাজ’ জুটি এবং তাঁর পরে নিজের পায়ের নিচে মাটি শক্ত করেছেন। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গেও ছিল তাঁর ঘনিষ্ট সম্পর্ক।
সাম্প্রতিক শারীরিক সমস্যায় হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শেহনাজকে। জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। গ্লুকোজ চলছে শরীরে। এমন একটা কঠিন সময়ে তাঁর কাছের বন্ধু করণ বীর মেহরা দেখা করতে এসেছিলেন। সেই মুহূর্তের একটি ছোট্ট ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হাতে ড্রিপ, মুখে ক্লান্তির ছাপ, তবু বন্ধু করণকে দেখে সেই পুরোনো হাসিটা ঠিক যেন লুকোচুরি খেলছে চোখের কোণে। করণ যখন তাঁর দুর্বল অবস্থার ছবি তুলে ধরেন, শেহনাজ মজার ছলে বলেন, “হাসা রহা হ্যায় মুঝে।” এমনকি তিনি এটাও আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং বন্ধুর সঙ্গে আবার আড্ডা আর হুল্লোড়ে মাতবেন।
শেহনাজের এই লড়াই নতুন নয়। এর আগেও তিনি এমন অসুস্থতার শিকার হয়েছেন। ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবির প্রচারের সময়ও তাকে খাদ্যে বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেবারও হাসপাতালের বিছানা থেকেই তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন।
সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণের পর যখন তাঁর জীবন থমকে গিয়েছিল, তখনো তিনি নিজেকে গুটিয়ে নেননি। সম্প্রত্তি শুটিং করে গিয়েছেন তাঁর বহু প্রতীক্ষিত পাঞ্জাবি রোম্যান্টিক কমেডি ‘সিং ভার্সেস কৌর ২’-এর, যার বড় অংশই শুট হয়েছে আমাদেরই শহর কলকাতায়। প্রযোজনায় এসভিএফ, আর পর্দায় শেহনাজ-গিপ্পি—এই জুটিকে আবার একসঙ্গে পেয়ে খুশির হাওয়া ভক্তমহলে। এ বার শুধু মুক্তির অপেক্ষা।