‘বাঙালি মেয়ে’ শেহনাজ! বাংলা শিখছেন, যেতে চান কালীঘাটে, কতটা উপভোগ করছেন এই শহরকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে সদ্যই শহরে এসেছেন শেহনাজ গিল এবং গিপ্পি গ্রেওয়াল। এক সময়ের ‘পাঞ্জাবের ক্যাটরিনা কইফ’ পর্দায় ধরা দেবেন আদ্যোপান্ত বঙ্গতনয়ার চরিত্রেই। বাঙালির যোগ রয়েছে আর ক্যামেরায় কলকাতা ধরা পড়বে না, তা কী ভাবে হয়! আগেই জানা গিয়েছিল, শহরের বিভিন্ন প্রান্তে শুটিং করবেন অভিনেত্রী। আপাতত কলকাতার বর্ধমান রাজবাড়িতে চলছে ছবির শুটিং। চরিত্রের জন্য নাকি বাংলাও শিখছেন তিনি।
শেহনাজ বলেন, “গল্পে আমি একজন বাঙালি মেয়ে। নিয়মিত বাংলা শিখছি। তবে কলকাতার এখন অনেক কিছুই ঘুরে দেখা বাকি। কালীঘাট যেতে চাই।” শুধুই কি ঘোরা? খাবারের তালিকাও ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। বিরিয়ানি, ফুচকা, রোল–সবই চাই নায়িকার।
এই ছবির প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। পরিচালক নবনীয়ত সিং জানান, এই ছবির গল্পের সঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে জুড়ে রয়েছে কলকাতা। আদ্যোপান্ত রোম্যান্টিক কমেডির সূত্রপাত হবে পাঞ্জাব থেকে। সেখান থেকে কলকাতা আবার সেই পাঞ্জাবেই ফিরে আসা।”
যদিও ছবির সঙ্গে কীভাবে এই শহর জড়িয়ে, তা এখনই খোলসা করতে রাজি নন ছবির নায়ক গিপ্পি। জানেন কি, কলকাতায় এর আগেও এসেছেন তিনি। অভিনেতা বলেন, “২০১০-১১ সালে একটি শো করতে এসেছিলাম এখানে। তারপর ইচ্ছে থাকলেও আর আসা হয়নি। এ বার যখন এসেছি, ভরপুর উপভোগ করব।”