সোমবার ল্যান্ড, মঙ্গল থেকেই শুরু শুটিং, কলকাতার কোথায় শুট করবেন শেহনাজ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্টেশন, ট্রেনের কামরা, আর পেছনে হাসির শব্দ—এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিগ বস খ্যাত শেহনাজ গিল আর গিপ্পি গ্রেওয়ালের ভিডিও। সোমবার কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন এই জুটি। বহু প্রতীক্ষিত পাঞ্জাবি রোম্যান্টিক কমেডি ‘সিং ভার্সেস কৌর ২’-এর এ বার শুটিং শুরু হল এই কলকাতার মাটিতে। সোমবার রাতেই এসে পড়েছে এই জুটি। প্রযোজনায় ‘এসভিএফ’। পর্দায় শেহনাজ-গিপ্পি—এই জুটিকে আবার একসঙ্গে পেয়ে খুশির হাওয়া ভক্তমহলে।
এর আগে শেহনাজ নিজেই ভাগ করে নিয়েছেন আগের শুটিংয়ের কিছু মুহূর্ত। সম্প্রতি এক ট্রেন সেটের দৃশ্য শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে গিপ্পির সঙ্গে তাঁর কেমিস্ট্রি দেখে অনুরাগীরাও মুগ্ধ। শোনা যাচ্ছে, এই ছবির জন্য নাকি শেহনাজ বাংলা শিখছেন! যদিও তাঁর বা প্রযোজনা সংস্থার তরফে কিছু নিশ্চিত হয়নি, তবে এমন খবরেও উত্তেজনার পারদ চড়ছে বটেই।
‘দাকা’ ছবির পর এই প্রথম একসঙ্গে পর্দায় ফিরছেন গিল-গ্রেওয়াল। ট্রেনের দৃশ্য, রাস্তায় ছুটোছুটি, লুকোচুরি প্রেম—সব মিলে জমজমাট এক রোম্যান্টিক কমেডি যে আসছে, তা বেশ বুঝতে পারছেন দর্শক।
জানা যাচ্ছে, শুটিং চলবে কলকাতার একাধিক লোকেশনে। বাংলা আর পাঞ্জাবি সংস্কৃতির এই মিলন যে ছবিকে আরও রঙিন করে তুলবে, তা বলাই যায়।
অন্য দিকে, এই আনন্দের মধ্যেও এক মুহূর্তের ছায়া ফেলেছে একটা পুরনো স্মৃতি। সদ্যপ্রয়াত সহ-প্রতিযোগী শেফালি জরিওয়ালার শেষকৃত্যে উপস্থিত ছিলেন শেহনাজ। ‘বিগ বস ১৩’-তে সম্পর্কটা টানাপোড়েনের ছিল বটে, তবুও এই দুঃসময়ে তাঁর উপস্থিতি প্রমাণ করে—রিয়েলিটি শো শেষ হলেও কিছু সম্পর্ক থেকেই যায়।