‘ওঁরা আছে বলেই আমরা নিশ্চিন্ত’, গানের মাধ্যমে সেনা জওয়ানদের চরণ ছুঁলেন শ্রেয়া ঘোষাল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নিজের ছন্দেই চলছে অনুষ্ঠান। মঞ্চে শ্রেয়া ঘোষাল। একের পর এক গান গেয়ে শ্রোতাদের মনে জয় করে চলেছেন তিনি। আচমকা গান থামালেন। হঠাৎই সবকিছু স্তব্ধ! তারপর…?
পহেলগাঁও জঙ্গি হামলার পর যে ক্ষত স্মৃতি হয়েছিল দেশবাসীর মনে, ‘অপারেশন সিঁদুর’ যেন সেই ঘায়ের উপর ওষুধের সমান কাজ করেছে। ভারতের এই সফল প্রত্যাঘাতের পর ভারতীয় জওয়ানদের কুর্নিশ জানিয়েছে আট থেকে আশি। শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন নিজেদের মতো করে। ব্যতিক্রম নন শ্রেয়া ঘোষালও। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে গানের মাধ্যমেই সেনা জওয়ানদের চরণ স্পর্শ করলেন গায়িকা।
এর আগে ভারত-পাক সংঘর্ষের আবহে নিজের মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছিলেন শ্রেয়া। আবারও পুরনো ছন্দে দেশ ফিরতেই পিছিয়ে যাওয়া কনসার্ট নিয়ে আবার নতুন করে ফেরার প্রস্তুতি শুরু করেন তিনি। যেমনটা কথা দিয়েছিলেন। গত ২৪ মে ছিল অনুষ্ঠান। সেখানেই জওয়ানদের বিশেষ শ্রদ্ধা জানালেন শিল্পী।
প্রথমে অনুষ্ঠানের মেজাজেই গান গেয়ে চলেছিলেন শ্রেয়া। তারপর হঠাৎ গান থামালেন। বলতে শুরু করলেন, “প্রতিটি সেকেন্ড এই যে নিশ্চিন্তে আমরা দাঁড়িয়ে আছি, তার কারণ কেউ সীমান্ত রক্ষা করে চলেছেন। কোনও সেনা জওয়ান, সেনা আধিকারিক দেখতে পেলেই তাঁদের চরণ স্পর্শ করা উচিত। এই গানটি আমার তাঁদের চরণ স্পর্শের যেন মাধ্যম। তাঁদের সম্মান জানিয়ে ভারত মাতাকে প্রণাম জানিয়ে পরিবেশন করতে চলেছি এই গান…” ক্ষণিকের স্তব্ধতা। তারপরেই শ্রোতা এবং কলাকুশলীদের সঙ্গে গলা মিলিয়ে ‘মা তুঝে সালাম’ গান ধরেন শ্রেয়া।