মহাকাশ থেকে ঘরে ফিরলেন শুভাংশু শুক্লা, সাগরে ড্রাগন নামতেই উচ্ছ্বাস 

0

ট্রেডিং ডেস্ক: এ যেন মর্ত্যে আগমন! ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ) অ্যাক্সিয়ম-৪ মিশনের শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল। ২২ ঘণ্টা যাত্রা করে পৃথিবীতে পৌঁছলেন তাঁরা।  শুভাংশুদের জন্য প্রস্তুত ছিল ‘রিকভারি ভেহিকল’। প্রশান্ত মহাসাগরে বুকে ভাসছিল সেই জলযান। শুভাংশুরা নামার পরে তাঁদের ক্যাপসুলকে তুলে নেওয়া হয় জাহাজে। প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয় শুভাংশুদের। এরপর নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তাদের। হবে রিহ্যাবও।

এদিকে প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী দেখে আবেগে ভেসে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের বাবা শম্ভুদয়াল এবং মা আশা। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে।

শুভাংশু শুক্লা গত ২৬শে জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের সাভোস উজানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপো। এই চার মহাকাশচারী মহাকাশে অবস্থানকালে পৃথিবী প্রদক্ষিণ করেছেন এবং মোট ৬০ লক্ষ মাইলেরও বেশি পথ অতিক্রম করে নজির সৃষ্টি করেছেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গিয়েছিলেন। তাঁর কীর্তিকে এবার স্পর্শ করলেন শুভাংশু। সময়ের হিসেবে রাকেশের থেকে অনেকটা বেশি সময় তিনি থাকলেন অন্তরীক্ষে। পাশাপাশি তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘মহাকাশে ঐতিহাসিক মিশনের শেষে পৃথিবীতে ফিরে আসায় পুরো দেশের মতো আমিও শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানাচ্ছি। ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছেন তিনি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *