এজবাস্টনে ডবল সেঞ্চুরি, জেনে নিন কত কীর্তি গড়লেন শুভমন গিল

0

স্পোর্টস ডেস্ক: ১৯৯ থেকে জশ টংয়ের বল ফাইন লেগে খেলে রান পূর্ণ করার আগেই হাওয়ায় মুষ্ঠিবদ্ধ হাত ছুড়লেন শুভমন গিল। স্বস্তি। মিশন সাকসেস। এরপর হেলমেট ও ব্যাট উঁচিয়ে চেনা সেলিব্রেশন। টেস্ট কেরিয়ারের প্রথম ও বিরল এক ডবল সেঞ্চুরির স্বাদ পেলেন ভারত অধিনায়ক। তাতেই গড়ে ফেললেন একের পর এক নজির। ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় ২৬৯ রানের ইনিংস খেলেছেন ২৫ বছর বয়সী এই তারকা ব্যাটার। দেখে নেওয়া যাক, এক ইনিংসে কতগুলি কীর্তি গড়লেন।

•⁠ ⁠১৯৩২ সালের জুনে ভারত তাদের অভিষেক টেস্ট খেলেছিল ইংল্যান্ডেই। ৯৩ বছরের এই জার্নিতে এই প্রথম ইংল্যান্ডে ডবল সেঞ্চুরি করতে পারলেন ভারতের কোনো অধিনায়ক।

•⁠ ⁠ভারতের কোনো ব্যাটারের ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস এখন গিলের। ১৯৭৯ সালে ওভালে সুনীল গাভাসকরের করা ২২১ রানকে ছাড়িয়ে গেছেন তিনি।

•⁠ ⁠ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে এতদিন সর্বোচ্চ ইনিংস ছিল মহাম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালের অগাস্টে ওল্ড ট্র্যাফোর্ডে ২৪৩ বলে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

•⁠ ⁠সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) কোনো দেশে ডবল সেঞ্চুরি করা উপমহাদেশের প্রথম অধিনায়কও তিনি। আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০১১ সালে লর্ডসে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের ১৯৩।

•⁠ ⁠৩৮৭ বলে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস।৩০ চার ও ৩ ছক্কায় গড়া তার প্রথম শ্রেণির কেরিয়ার সেরা ইনিংসই এটা।

•⁠ ⁠টেস্টে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ইনিংস এটা। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে বিরাট কোহলির অপরাজিত ২৫৪ ছিল আগের সর্বোচ্চ।

•⁠ ⁠ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গিলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডবল সেঞ্চুরি করতে পারেন কেবল সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড়। ১৯৭৯ সালে দ্য ওভালে ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৪৩ বলে ২২১ রান করেন গাভাসকর। একই মাঠে ২০০২ সালে ৪৬৮ বলে ২১৭ রানের ইনিংস খেলেন দ্রাবিড়। এখন সবার ওপরে গিল।

•⁠ ⁠টেস্টে ডবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক শুভমন গিল। তার মতো একটি করে দ্বিশতরান আছে মনসুর আলি খান পতৌদি, সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, ও মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলির আছে সর্বোচ্চ সাতটি।

•⁠ ⁠ভারতীয় অধিনায়কদের মধ্যে গিলের (২৫ বছর ২৯৮ দিন) চেয়ে কম বয়সে ডবল সেঞ্চুরি করতে পারেন শুধুমাত্র মনসুর আলি খান পতৌদি (২৩ বছর ৩৯ দিন)।

•⁠ ⁠ভারতীয় ব্যাটারদের মধ্যে উপমহাদেশের বাইরে আড়াই শর বেশি রানের ইনিংস এই প্রথম। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি আড়াই শ ছাড়ানো ইনিংস আছে বীরেন্দ্র সেহওয়াগের। একটি করে ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, করুন নায়ার, বিরাট কোহলির। তবে কোনোটাই এশিয়ার বাইরে নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed