হয়েছে এমআরআই, রাতে হাসপাতালেই শুভমন, পাশে বাবা, ঘোর অনিশ্চিত দ্বিতীয় টেস্টেও

0

চিন্তা বাড়ালেন শুভমন গিল। ব্যথা কমেনি ঘাড়ের। ম্যাচ খেলতে খেলতেই ঘাড়ে ব্যথায় মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। এরপরই ব্যথা তীব্র হওয়ায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হল এক বেসরকারি হাসপাতালে। উডল্যান্ডস হাসপাতালে সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। রাতেও ছাড়া পাননি তিনি। পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে আইসিইউতে। দেওয়া হয়েছে ব্যথা কমানোর ওষুধও।

পরিস্থিতি যা, তাতে তৃতীয় দিন ছাড়া পেলে মাঠে ফেরা কঠিনই শুভমন গিলের। সূত্রের খবর দ্বিতীয় টেস্টেও পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। এর আগে বিসিসিআইয়ের তরফ থেকে সমাজ মাধ্যমে জানানো হয়েছিল, ‘শুভমান গিলের ঘাড়ে ব্যথা রয়েছে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণ করছে।’ জানা গেছে স্ক্যান রিপোর্ট ও এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করবে সবকিছু।

বোর্ড সূত্রে আরও জানা গিয়েছিল, শনিবার সকাল থেকেই ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। এমনকী ব্যথা কমানোর ওষুধও খান। ইডেন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সকালে ওয়ার্ম আপ করার সময়ই ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচ শুরুর আগে পর্যন্ত  কোনও বিশেষজ্ঞ চিকিৎসকই নাকি পৌঁছয়নি। বাধ্য হয়েই ওষুধ খেয়ে ব্যাট করতে নামেন শুভমন। কিন্তু ব্যাট করতে নেমে সাইমন হার্মা‌রকে সুইপ করার পরেই বিপত্তি বাড়ে। আবারও ব্যথা শুরু হয় টিম ইন্ডিয়ার অধিনায়কের। এরপরই ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাতে কোনও আপডেট দেওয়া হয়নি। কলকাতাতেই শুভমনের পাশে রয়েছেন তাঁর বাবা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *