অনুশীলনে নেই শুভমন! খেলবেন কিনা শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত, গুয়াহাটি টেস্টে একাধিক বদলের সম্ভাবনা

আশঙ্কাই তবে সত্যি! বিসিসিআই বুধবারই জানিয়েছিল, গুয়াহাটিতে টেস্টের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভমন গিল। মেডিক্যাল রিপোর্টের ওপর নির্ভর করবে সবকিছু। বৃহস্পতিবারই ক্রিকেটবিষয়ক এক বিখ্যাত ওয়েবসাইটের খবর, শুভমন গিলের খেলার কোনও সম্ভাবনাই নেই।পরিবর্তে ঋষভ পন্থ অধিনায়কত্ব করবেন। যদিও এনিয়ে বিসিসিআই কিছু জানায়নি। তবে মুখ খুলেছেন অবশ্যই ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোঠাক। তিনিই জানিয়েছেন, গুয়াহাটিতে অনুশীলন করেননি শুভমন গিল। শুক্রবারও করবেন না। তবে মেডিক্যাল টেস্ট তিনি দেবেন। তারওপর নির্ভর করবে সবকিছু। তিনি বলেন, ‘গিল আদৌ পুরোপুরি সুস্থ হয়েছে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন ফিজিও এবং চিকিৎসকরা। ও পুরো ফিট হয়ে গেলেও ঘাড়ে ব্যথা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেটা খেয়াল রাখতে হবে’।
কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই চিকিৎসকরা জানিয়েছিলেন, ব্যথা সারলেও অন্তত ৫-৬দিন পূর্ণ বিশ্রামের প্রয়োজন শুভমন গিলের। কারণ, চিকিৎসকের পরামর্শ হলো এত দ্রুত খেলতে নামলে গিলের ঘাড়ে আবারও টান (স্পাজম) লাগার ঝুঁকি অনেক বাড়বে। তাতে ফের লেগে গেলে আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। এরপরও দলের সঙ্গেই থেকেছেন শুভমন, যদিও খেলা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।শুধু এই টেস্টই নয়, ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দলে গিলকে রাখা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নিতেও প্রভাব ফেলতে পারে এই বিশ্রাম। ২৩ নভেম্বর ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে ভারত।
একান্তই টেস্টে খেলতে না পারলে তাঁর জায়গায় সাই সুদর্শনের খেলার সম্ভাবনাই বেশি। শোনা যাচ্ছে, দলে আরও এক বদল হতে পারে। অক্ষর প্যাটেলের জায়গায় অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমারকে খেলানো হতে পারে। আর নেতৃত্বে থাকবেন ঋষভ পন্থ, যিনি প্রথম টেস্টে গিল মাঠ ছাড়ার পর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন।
