অস্ট্রেলিয়ায় প্রথম পরীক্ষা অধিনায়ক শুভমনের, কো-রো জুটির দিকে নজর, বাধ সাধতে পারে বৃষ্টি

0



রবিবার অধিনায়ক শুভমনের পরীক্ষা। শুভমনের অধীনে বিরাট-রোহিতেরও পরীক্ষা। পারথে প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। প্রায় ৭ মাস পর ভারতের দুই সেরা তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে  দেখা যাবে। পারথের অপটাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল নয়টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দল ভারত সাত মাস পর একদিনের ক্রিকেট সিরিজ খেলতে নামছে।তবে অধিনায়ক এ বার আলাদা। শুভমন গিল দলকে নেতৃত্ব দেবেন। ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়লেও, আশায় জল ঢালতে পারে বৃষ্টি। কারণ, চিন্তা বাড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাস।  বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে ম্যাচ। তার আগে বেলা সাড়ে ১১টা থেকে বৃষ্টি শুরু হতে পারে। তাছাড়াও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আশার কথা, সকালে যতটা বৃষ্টির পূর্বাভাস, ততটা নেই বিকেলের দিকে। ফলে, দেরিতে শুরু হলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে মেঘলা আকাশ পেস বোলিংয়ের সহায়ক হয়। পেসাররা এমন পরিবেশে বাড়তি সুইং আদায় করতে পারেন। সেই কারণে দুই শিবিরই আবহাওয়ার কথা ভেবে তাঁদের স্ট্র্যাটেজি তৈরি করবেন বলে মনে করছে ক্রিকেটমহল। টস জিতে প্রথমে বোলিং নিতে চাইবেন দুই দলের ক্যাপ্টেনই। এই পিচে এখনও পর্যন্ত খেলা হয়েছে তিনটি একদিনের ম্যাচ। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে দুইবার। এই মাঠে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোর ১৮৩, দ্বিতীয় ইনিংসে ১৫৩।
এই সিরিজে নেই ভারতের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ। নেই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। লোয়ার মিডল অর্ডার সেই কারণে কিছুটা চাপে থাকবে। দায়িত্ব নিতে হবে নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে। পেস বিভাগে আছেন মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং।
পারথ স্টেডিয়ামে এই সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দুই দলের প্লেয়াররা উপস্থিত ছিল। অধিনায়ক শুভমন গিল বলেন, ‘নিশ্চয়ই, খুব রোমাঞ্চকর বিষয়। এমএস ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার উত্তরাধিকার বহন করা আমার জন্য বিশাল দায়িত্ব। এত অভিজ্ঞতা, এত শিক্ষা পেয়েছি। এই সিরিজে এমন অনেক মুহূর্ত আসবে, যখন আমি ওদের কাছ থেকে শেখার সুযোগ পাব। যদি কোনও কঠিন পরিস্থিতিতে পড়ি, আমি ওদের পরামর্শ নিতে পিছপা হব না’।
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। স্মার্টফোনে দেখতে হলে খুলতে হবে জিও হটস্টার অ্যাপলিকেশন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *