ঘরের মাঠে ক্যালিপসো বধ, অধিনায়ক শুভমনের প্রথম সিরিজ জয়

প্রত্যাশিতই ছিল পঞ্চম দিন কী হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ২-০ তে জিতে নিতে সময় লাগল সামান্যই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল। ম্যাচ জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ১ উইকেটে ৬৩ রান হাতে নিয়ে পঞ্চম দিনে খেলতে নেমে, ভারত প্রথম সেশনেই লক্ষ্যে পৌঁছে যায়। কে এল রাহুল ৫৮ রানে অপরাজিত থাকেন, সাই সুদর্শন করেন ৩৯ রান। অধিনায়ক শুভমন ফেরেন ১৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ দুই উইকেট নিয়েছেন। তাতেই অধিনায়ক শুভমন গিল টেস্টে পেলেন প্রথম ট্রফি জয়ের স্বাদ।

ভারত প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রান তুলে অলআউট হয়ে গেলে, ফলো অনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তাতেই দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৩৯০ রান তোলে ক্যারিবিয়ানরা।
জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেট দেন রস্টন চেজরা। দ্বিতীয় ইনিংসে ভারত ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। কুলদীপ যাদব ম্যাচের সেরা, রবীন্দ্র জাদেজা সিরিজের সেরা হয়েছেন। উল্লেখ্য, আহমেদাবাদে প্রথম টেস্টে ভারত এক ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল। প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগল চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। এই নিয়ে ২০০২ থেকে ২০২৫, ক্যারিবিয়ানদের টানা দশটি টেস্ট সিরিজে হারাল ভারত। কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে টানা সর্বাধিক সিরিজ জয়ের নজিরে দক্ষিণ আফ্রিকাকে ছুঁয়ে ফেলল তাঁরা৷ ১৯৯৮-২০২৪ ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই টানা ১০টি টেস্ট সিরিজ জয়ের নজির ছিল প্রোটিয়াদের।

তবে এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান বদলাল না। সিরিজের শুরুতে ক্রমতালিকায় তিন নম্বরে ছিলেন শুভমানরা। দুই ম্যাচ জেতার পরেও ভারত রয়েছে ডব্লুটিসি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই। সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব, তাঁর ঝুলিতে ১২ উইকেট। সবচেয়ে বেশি ২১৯ রান করেছেন যশস্বী জয়সওয়াল। এই সিরিজের পরেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে। তার আগে দেশের মাটিতে এই সিরিজে সহজ জয় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। আগামী মাসে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।