‘কম বয়সে বিয়ে করাটা বোকামি’, কলকাতায় এসে কেন এমন বললেন শ্বেতা তিওয়ারি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একজন বিবাহবিচ্ছিন্না মহিলা মোনিকা। প্রেমে আঘাত পেয়েছেন আগেই। তবুও যে চেষ্টা করে চলে পুরুষশাসিত এই সমাজে নিজেকে টিকিয়ে রাখতে। ঘটনা যেমন এগোতে থাকে, তেমনই গল্পে আসতে থাকে একের পর এক অপ্রত্যাশিত মোড়। এমনই এক নাটকে ‘মোনিকা’র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। আর এটিকে কেন্দ্র করেই তাঁর এই শহরে আসা।

কিন্তু এ তো গেল নাটকের চরিত্রের কথা। বাস্তবেও কিন্তু অভিনেত্রীর জীবনে কম চড়াই-উতরাই আসেনি। টেলিভিশনের জগতে এক অন্যতম পরিচিত মুখ শ্বেতা। একাকী মা হয়েও, ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন, সবটাই সামলাচ্ছেন সাবলীলভাবে। যদিও নিজেকে ‘একাকী’ মা বলতে নারাজ তিনি। শ্বেতা বলেন, “আমার সন্তানের দেখাশোনা করার জন্য আমার গৃহকর্মচারীরা রয়েছেন। আমার মা আছেন। আমি একা নই।” কিন্তু তাঁর এই দীর্ঘ এই সফর সহজ ছিল না। নাটকের চরিত্র ‘মোনিকা’র মতোই ব্যক্তিগত জীবনেও একের পর এক মোড় ঘোরানো মুহূর্তের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। আফসোস হয়? আডিশনের সঙ্গে আলাপচারিতায় শ্বেতাকে প্রশ্ন করা হয়, এই বিষয় তরুণ প্রজন্মকে কী শিক্ষা দেবেন তিনি? অভিনেত্রীর সপাটে জবাব, “একদম অল্প বয়সে বিয়ে করবে না। কম বয়সে বিয়ে করাটা বোকামি।”

তার পরেই খানিক হেসে নিয়ে শ্বেতা বলেন, “প্রেমে পড়াটা ভুল নয়। কিন্তু অন্যকে ভালবাসার আগে নিজেকে ভালবাস। সারাজীবন কেউ সঙ্গে থাকে না। সে তোমার পরিবারের কেউ হোক, আমার বন্ধু অথবা তোমার আত্মীয়-পরিজন। দিনের শেষে কেবলমাত্র তুমি নিজেই থাকবে তোমার সঙ্গে। তাই সবার আগে নিজেকে ভালবাস, নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা জায়গা বানাও। তার পর বাকি অন্যকিছু। নিজে ঠিকভাবে দাঁড়াতে শিখে গেলে কেউ জীবনে এল, কে গেল-সবটাই সামলে নিতে পারবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *