ঘরে লক্ষ্মীর আগমন, ‘হৃদয় আজ পরিপূর্ণ’, সুখবর জানালেন কিয়ারা-সিদ্ধার্থ

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরের ইচ্ছে ছিল যমজ সন্তানের। কিন্তু ঘরে লক্ষ্মীর আগমনই বা কম আনন্দের নাকি! এই মুহূর্তে যেন খুশির জোয়ার সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানীর পরিবারে। ১৫ জুলাই কন্যা সন্তান এসেছে অভিনেত্রীর কোলে। যদিও এ দিন মুখে কুলুপ এঁটে ছিলেন তারকা দম্পতি। দিন পেরোতেই নিজেরাই সুখবর ভাগ করে নিলেন সকলের সঙ্গে। লিখলেন, কন্যা আসার পর বদলে গিয়েছে তাঁদের জীবন।

মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লেখেন, ‘‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে। শনিবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, এই মুহূর্তে মেয়ে এবং মা, দু’জনেই সুস্থ। এই মুহূর্তে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তাঁরা।

২০২৩ সালে ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই চর্চিত জুটি। তাঁদের প্রেমের কথা কারওই অজানা নয়। গোপনে প্রেম চললেও ‘শেরশাহ’ ছবির প্রচারের সময় অভিনেতা-অভিনেত্রীর ‘সমীকরণ’ নজর কাড়ে সকলের।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দু’বছরের মাথায় দিয়েছেন সুখবর। চলতি বছরে বিবাহ বার্ষিকীর মাসেই সমাজমাধ্যমে তারকা দম্পতি জানিয়েছিলেন তাঁদের সন্তান আসার কথা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই খুশির মুহূর্ত পুরোদস্তুর উপভোগ করে নিচ্ছেন দু’জনেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *