প্রতিবাদ করতে করতে আমি ক্লান্ত, কোনও লাভ হয় না, আমি কোনও চুক্তি করিনি : নচিকেতা

0

সমাজের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গান বেঁধেছেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। কখনও গেয়েছেন ‘চাকরি চাই’। কখনও লিখেছেন, ‘যখন সময় থমকে দাঁড়ায়।’। প্রতিটি লেখার মাধ্যমে গায়ক কোনও না কোনও বার্তা দিতে চেয়েছেন তাঁর শ্রোতাদের। এ বার সেই প্রতিবাদী গানের অনুরোধ আসতেই বেঁকে বসলেন গায়ক।


বেশ কিছু দিন আগে জগদ্ধাত্রীপুজোয় অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। নচিকেতার অনুষ্ঠান মানে এখনও শ্রোতাদের মনে উত্তেজনা সমান। প্রিয় গায়ককে শুনতে ভিড় করেছিলেন বহু মানুষ। সেখানেই অনেকে অনুরোধ জানান, প্রতিবাদের গান গাওয়ার জন্য। সেই অনুরোধে অনেকটাই বিরক্ত শিল্পী। মঞ্চেই নিজের মতামত স্পষ্ট করলেন। আডিশনের ক্যামেরায় ধরা পড়ল সেই বক্তব্য।


নচিকেতা বলেন, “আমি কি কোনও চুক্তিতে সই করেছি যে পৃথিবীতে সব প্রতিবাদ আমিই করব।কেন সব দায় কি আমার?” খানিকটা বিরক্তির সুরেই শ্রোতাদের বকুনি দিয়েছেন গায়ক। তিনি বলেন, “আপনারা বগল চুলকে বাড়ি চলে যাবেন। সব দায় আমার। ট্রোল আমি হব। আমারও তো একটা আত্মসম্মান আছে। যান না আপনারা বলুন। নচিকেতাই গালাগাল দেবে, নচিকেতাই বলবে আবার নচিকেতাই ভুগবে।”

অনেক সময় জটিল পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছেন গায়ক। কিন্তু এত বছরের অভিজ্ঞতায় তিনি বুঝতে পেরেছেন প্রতিবাদ করে আদপে কোনও লাভ হয় না। তাই স্পষ্ট জানিয়েছেন, প্রতিবাদ করে ক্লান্ত হয়ে গিয়েছেন গায়ক। সেই সঙ্গে তাঁর প্রশ্ন জনগণের কাছেও, কেন তাঁরা প্রতিবাদ করেন না।  এই মুহূর্তে নানা কারণে রাজ্যের সামাজিক-রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদের কথাই কি বলা হয়েছিল গায়ককে? তা যদিও স্পষ্ট নয়। তবে নচিকেতার এই রিল ভিডিয়ো এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সর্বত্র।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *