৩ দিনের মধ্যে ২ সেঞ্চুরি! দ্রুততম সেঞ্চুরিতে বিরাটকেও ছাপিয়ে গেল স্মৃতি মান্ধানা

0

স্পোর্টস ডেস্ক: একদিকে নান্দনিক ক্রিকেট অন্যদিকে আবার ধ্রুপদী ঘরানা। একদিকে যেমন স্টাইলিশ অন্যদিকে বিস্ফোরক ব্যাটারও। স্মৃতি মান্ধানা যেন ব্যতিক্রম। রেকর্ডের পর রেকর্ড তাঁর নামের পাশে যোগ করছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৫০ বলে সেঞ্চুরি করলেন। তাতে পঞ্চাশ ওভারের ম্যাচে দ্রুততম ভারতীয় হিসেবে নজির গড়লেন স্মৃতি মান্ধানা। এর আগে বিরাট কোহলি ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেদিক থেকে দেখলে স্মৃতি মান্ধানা ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও।

শুধু তাই নয়, ওপেনার হিসেবে মহিলাদের ওয়ানডেতে সর্বাধিক ১৩ সেঞ্চুরির মালিক এখন মান্ধানা। এদিন ব্যাট করতে নেমে ২৩ বলে ৫০ রান করেন মান্ধানা। মহিলাদের ওয়ানডেতেও মান্ধানা দ্রুততম পঞ্চাশের রেকর্ড ভাঙেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন রিচা ঘোষ। রিচা ২৬ বলে পঞ্চাশ করেছিলেন। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মান্ধানার এটাই চতুর্থ সেঞ্চুরি। মাত্র ২৩ বলে ফিফটি করা মান্ধানা ১০০ করতে বাউন্ডারি মেরেছেন ১৪টি, ছক্কা ৬টি। শেষপর্যন্ত ৬৩ বলে ১২৫ রান করে আউট হন তিনি। মাত্র তিনদিন আগেই ৯১ বলে ১১৪ রান করেছিলেন মান্ধানা।

মহিলা বিশ্বকাপের প্রস্তুতি সিরিজের তৃতীয় ম্যাচে শনিবার দিল্লিতে বেথ মুনির ১৩৮ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ৪১২ রান করেছিল। ৫৭ বলে করা মুনির সেঞ্চুরিটি এখন দ্রুততম সেঞ্চুরির তালিকায়ে যৌথভাবে তৃতীয়। ২০১২-১৩ মরশুমে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে তিন অঙ্ক ছুঁয়ে এ তালিকার শীর্ষে এখনো প্রাক্তন অসি অধিনায়ক মেগ ল্যানিং। জবাবে খেলতে নেমে স্মৃতির দুরন্ত ইনিংসের পরও ভারতের মহিলা দল থেমে যায় ৩৬৯ রানে। ফলে, ভারতকে হারের মুখ দেখতেই হয়। স্মৃতি ছাড়াও অধিনায়ক হরমনপ্রীত ৫২ রান করেন ৩৫ বলে। দীপ্তি শর্মা ৫৮ বলে ৭২ রান করেন। এদিন ৪৩ রানে অস্ট্রেলিয়ার মহিলা দল ম্যাচ জেতায় সিরিজও তারা জিতে নিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed