দশ বছরের সম্পর্কে ছেদ! আচমকাই টটেনহ্যাম ছাড়ার ‘কঠিন সিদ্ধান্ত’ সন হিউং মিনের

দশ বছরের ভালোবাসা, গোলের ঝলক- সব কিছুরই অবসান ঘটে গেল আচমকাই। ক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন ছেড়ে দিলেন টটেনহ্যাম। সাংবাদিকদের তিনি বলেন,‘আমার কেরিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’ ৩৩ বছর বয়সী এই ফুটবলার কোথায় যাবেন, তা অবশ্য প্রকাশ করেননি। বলেছেন, ‘আগামীদিনে কোথায় যোগ দেব সে বিষয়ে এখনও পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’ বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। টটেনহ্যামের ইতিহাসেই অন্যতম সেরা একজন সন। ক্লাবের হয়ে করেছেন ১৭৩ গোল। সূত্রের খবর, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে সই করাতে আগ্রহী। সন জানান, ‘আমি কিছু ঘনিষ্ঠ সতীর্থকে ক্লাব ছাড়ার খবর আগেই জানিয়েছিলাম। ওরা কিছুটা হতাশ হলেও আমার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে। বিশেষ করে বেনের সঙ্গে আমার সম্পর্ক খুব কাছের, আমরা বেশ কয়েকবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। এই দলের সঙ্গেই প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা কাটে, পরিবারের থেকেও বেশি সময় আমরা একসঙ্গে থাকি। তাই ওদের জানানো খুব কঠিন ছিল’। তবু জানাতে পেরেছেন শেষপর্যন্ত।রবিবার সিওলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে স্পার্সের প্রাক-মরসুম প্রীতি ম্যাচের ঠিক আগের দিন এই ঘোষণা করেন তিনি। সিওল দক্ষিণ কোরিয়ার রাজধানী এবং সনের মাতৃভূমি। কোচ টমাস ফ্রাঙ্ক জানিয়েছেন, সন এই ম্যাচে অধিনায়কত্ব করবেন ও শুরু থেকেই খেলবেন। ফুটবলপ্রেমীরা মনে করছেন, টটেনহামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ।