খালি গায়ে ‘হট’ সোনু, বিনা হেলমেটে বাইক চালিয়ে ট্রোলিংয়ের স্বীকার অভিনেতা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পাহাড়ি রাস্তা। মোটরবাইকে করে ভ্রমণে বেরিয়েছিলেন সোনু সুদ। পরনে শর্ট প্যান্ট। ঊর্ধ্বাঙ্গে নেই এক সুতোও। চোখে রোদচশমা। তাতেই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে উষ্ণতা ছড়ালেন অভিনেতা। তবে গোল বাঁধল অন্য জায়গায়।

সম্প্রতি অভিনেতার ভাইরাল ভিডিয়ো নিয়ে শুরু হয়েছে আলোচনা। তার কারণ হল, সোনুর মাথায় ছিল না কোনও হেলমেটের বালাই। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচকদের প্রশ্ন, ‘সেফ ড্রাইভ’-এর প্রচার করতে থাকা ‘হিরো’র নিজেরই মাথায় নেই হেলমেট।

এখানেই শেষ নয়, নেটিজেনদের একাংশ তো লাহুল-স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে লাহুল-স্পিতির পুলিশ সুপার (এসপি) ইলমা আফরোজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রচার হচ্ছে যেখানে একজন সুপরিচিত বলিউড অভিনেতা লাহুল-স্পিতি জেলায় ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করছেন। যদিও ভিডিয়োটি ২০২৩ সালের বলে মনে হচ্ছে, এর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য কেইলং সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি অভিনেতা ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *