সিএবির সভাপতির পদে লড়তে চান সৌরভ, বিপক্ষে কি কেউ দাঁড়াবেন?

পুজোর ঢাক বেজে ওঠার আগেই যেন সিএবিতে নির্বাচনের ঢাক বাজতে শুরু করল। সিএবির সভাপতির পদে দাঁড়াবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়াই? মনোনয়ন বিরোধী গোষ্ঠীতে জমা পড়লে ভোট হবে, না’হলে সিএবি’র মসনদে আরও একবার আগমন ঘটতে চলেছে বাংলার মহারাজের। আগামী ২০ সেপ্টেম্বর সিএবির এজিএম। তার সপ্তাহখানেক আগেই চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে। যদিও শেষপর্যন্ত নির্বাচন নয়, সিলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগেও সিএবির সভাপতি ছিলেন। এরপর বিসিসিআইয়ের সভাপতি হন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কমিটিতেও আছেন। প্রশাসক হিসেবে বেশ সফল, বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন হাতের তালুর মতোই চেনা তাঁর। ফলে, বাংলার ক্রিকেটের অগ্রগতি যে দাদার ছোঁয়ায় বাড়বে, সে গুঞ্জন এখন থেকেই শুরু হয়ে গেছে।
এদিকে ৩০ অগাস্ট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। এবারেও হবে ধনধান্য অডিটোরিয়ামে হবে। আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিংয়ের মতো প্রাক্তনদের। যদিও বর্ষসেরা অনুষ্ঠানে কে হাজির থাকবেন, তা নিশ্চিত করা যায়নি। এবারের জীবনকৃতি সম্মান পাবেন প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউ। সিএবির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন সুদীপ ঘরামি। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন তনুশ্রী সরকার।বছরের জেন্টালম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেতে চলেছেন শাহবাজ আহমেদ। বছরের সেরা পেস বোলার সায়ন ঘোষ। সর্বোচ্চ রান সুদীপ চট্টোপাধ্যায়ের। সর্বোচ্চ উইকেট সূরজসিন্ধু জয়সওয়াল।। একদিনের টুর্নামেন্টে সর্বোচ্চ রানের পুরস্কার পাবেন ধারা গুজ্জার। মেয়েদের একদিনের টুর্নামেন্ট এবং টি-২০ তে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর পুরস্কার পাবেন সাইকা ইশাক। এছাড়া অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৬ বিভাগেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিতে চলেছে সিএবি।এদিকে, তিন আম্পায়ার এ’বছরই অবসর নিচ্ছেন। তাদেরকেও বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে সিএবি। অনুষ্ঠানে গান গাইবেন রূপঙ্কর।