মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ রাজা-মধুবনী, এ বার কি তাঁরা যোগ দেবেন রাজনীতিতে?
তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীকে টলিপাড়ায় নতুন আলোচনা। শোনা যাচ্ছে এ বার নাকি রাজনীতির ময়দানে দেখা যাবে তারকা দম্পতিকে।যদিও সে কথা একেবারেই মানতে নারাজ নায়ক। এই আলোচনা উ়ড়িয়ে দিয়েছেন রাজা। অভিনেতার দাবি, শিল্প এবং শিল্পীদের মাননীয়া সম্মান করেন। আগেও অনেক সরকারি অনুষ্ঠানে তাঁরা যোগ দিয়েছেন। সমাজমাধ্যমের এত বাড়বাড়ন্ত না থাকায় প্রচার হয়নি।
রাজাকে দর্শক দেখছে ‘চিরসখা’ ধারাবাহিকে। মধুবনী অবশ্য অনেক দিন ক্যামেরা থেকে দূরে। মাঝে কয়েক দিনের জন্য দেখা গিয়েছিল ‘চিরসখা’র গল্পেই। যদিও অভিনেত্রী ব্যস্ত নিজের ব্যবসার কাজে। এক দিকে ব্যাগের ব্যবসা সেই সঙ্গে সালোঁ। যেহেতু মধুবনী পুরোদমে ধারাবাহিকে অভিনয় করছেন না, তাই অনেকে ধরে নিয়েছেন তিনি তা হলে রাজনীতিতেই যোগ দেবেন।

সূত্র বলছে, এমন কোনও পরিকল্পনা নেই তাঁদের। রাজাকে দর্শক দেখছে ‘চিরসখা’ ধারাবাহিকে। কমলিনীর ছোট ছেলের চরিত্রে দেখছে দর্শক। যে চরিত্র নিয়ে আলোচনাও হয়েছে অনেক। এই গল্পে কিছু দিন আগে মধুবনীকেও দেখেছিল দর্শক। কিন্তু ছেলে এবং ব্যবসা সামলে অভিনেত্রীর পক্ষে ধারাবাহিকে সময় দেওয়া একেবারেই সম্ভব নয়। তাই আপাতত তিনি নিজের সংসার আর অন্যান্য কাজে মন দিতে চান।
উল্লেখ্য, কিছু দিন আগে মধুবনীর সমাজমাধ্যমের পোস্ট ঘিরে উঠেছিল নিন্দার ঝড়। শাঁখা,পলা পরা নিয়ে তাঁর বিরূপ মন্তব্য মোটেই ভাল চোখে দেখেনি দর্শকের একাংশ। এমনকি, অভিনেত্রীর সহকর্মীরাও অনেকে প্রতিবাদ জানিয়েছিলেন প্রকাশ্যে। এই ঘটনার পর আত্মপক্ষ সমর্থনে নিজের যুক্তিও খাঁড়া করেছিলেন অভিনেত্রী। সেই বিতর্ক এখন অতীত। এখন আপাতত ব্যবসাতেই মন দিয়েছেন তিনি।

