বয়সের ফারাক ১৪ বছরের! বিতর্ককে বুড়ো আঙুল, বিয়ে করছেন শ্যামৌপ্তি-রণজয়, কী জবাব নায়িকার?
হাতে গোনা একসপ্তাহ। ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমী মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এ বার সময়ের আগেই যেন বসন্তের আগমন। আর বসন্ত মানেই প্রেম। এই প্রেমের মরসুমে ছাঁদনাতলায় একের পর এক নায়িকা। মধুমিতা সরকারের বিয়ের খবর ইতিমধ্যেই সবার জানা। এ বার নাকি বিয়ের পিঁড়িতে শ্যামৌপ্তি মুদলি। পাত্র হলেন তাঁর আলোচিত প্রেমিক রণজয় বিষ্ণু।
জোর জল্পনা, ১৫ ফেব্রুয়ারি বসবে বিয়ের আসর। প্রেমের সপ্তাহেই নাকি চারহাত এক হবে । এই তারকা জুটির সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। যে কোনও অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যেত তাঁদের। প্রেমচর্চা তুঙ্গে থাকলেও, নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে কখনই স্বীকার করেননি রণজয় বা শ্যামৌপ্তির কেউই৷ বরং ভাল বন্ধু বলেই এড়িয়ে গিয়েছেন দু’জনে।
কোথায় তাঁদের বিবাহ বাসর বসবে! আমন্ত্রিতর তালিকাতেই বা রয়েছেন কারা? সেই উত্তরও অবশ্য অধরা। রণজয়কে আডিশনের তরফে ফোনে যোগাযোগ করা হলেও, কোনও উত্তর মেলেনি। আর শ্যামৌপ্তি জানিয়েছেন, তিনি বাইরে আছেন। দিনকয়েক ফিরেই এই বিষয়ে মুখ খুলবেন। আপাতত, স্পিকটি নট!যা বোঝার বুঝে নাও ব্যাপার।
‘গুড্ডি’ ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই রণজয়-শ্যামৌপ্তির রসায়ন জমে ওঠে। ধারাবাহিক শেষ হলেও, সম্পর্ক থামেনি দু’জনের। জন্মদিনের পার্টি হোক বা মিউজিক ভিডিয়ো, যুগলকে একসঙ্গে প্রায়ই দেখা গিয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, দু’জনের বয়সের ফারাক নাকি প্রায় ১৪ বছর। বয়সের ব্যবধান নিয়ে আলোচনা হলেও, সেই বিতর্ককে পিছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই যুগলে।
উল্লেখ্য, শুধু এই জুটিই নয়। ২৩ জানুয়ারি, মানে সরস্বতী পুজোর দিনই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিত। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।
