চূড়ান্ত হল নতুন ‘অপর্ণা’! জীতু কমলের নতুন নায়িকা হচ্ছেন কে?
অবশেষে খোঁজ পাওয়া গেল অপর্ণার। অনেকদিন ধরে চলছিল নায়িকা খোঁজা। শোনা যাচ্ছে, ঝাড়গ্রামের মেয়ে শিরিন পালকে দর্শক দেখবে অপর্ণা হিসাবে। ছোট থেকেই সে মঞ্চে অভিনয় করে। নাটকের আঁতুড়ঘরেই নাকি জন্ম। বুধবার চারজন নতুন অভিনেত্রীর লুকসেট করা হয়েছিল। যার মধ্যে নাকি ছিলেন টেলিপাড়ার দুই পরিচিত মুখ। উঠে এসেছিল সম্পূর্ণা মন্ডল এবং সোমু সরকারের নাম। স্টুডিও পাড়ার অন্দরের ফিসফাস, চারজনের মধ্যে বেছে নেওয়া হয়েছে শিরিনকেই। যদিও এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষর কেউ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

যদিও এরই মধ্যে উঠে এসেছিল বেশ কিছু নাম। যে তালিকায় ছিল সৃজা দত্ত, হিয়া দে, প্রত্যুষা পাল, সৌমিতৃষা কুণ্ডুর নাম। যদিও ইন্ডাস্ট্রিসূত্রে শোনা গিয়েছিল অপর্ণার চরিত্রে দেখা যাবে একেবারে নতুন মুখ।
উল্লেখ্য, নায়ক-নায়িকার ঝামেলা প্রকাশ্যে আসার পরে, আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠকের পরেও কোনও ইতিবাচক ফল মেলেনি। দিতিপ্রিয়া স্পষ্ট জানান অসুস্থতার কারণে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব নয়।
